জলবায়ু তহবিলের টাকায় বাস কেনা ঠিক হয়নি: পরিবেশমন্ত্রী
জলবায়ু তহবিলের টাকায় বাস কেনা ঠিক হয়নি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, বাসটি যে জন্য কেনা, সেভাবে ব্যবহার করা যাচ্ছে না। জলবায়ু তহবিলের টাকায় ভবিষ্যতে এ ধরনের বিনিয়োগ বা কেনাকাটা করা হবে না বলে জানান পরিবেশমন্ত্রী।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন মিলনায়তনে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী। বাংলাদেশে শিশুদের সিসা বিষক্রিয়া রোধ ও পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে বেসরকারি সংস্থা এসডো ও ইউনিসেফ বাংলাদেশ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
জলবায়ু তহবিলের টাকায় দেড় কোটি টাকা খরচ করে কেনা একটি বাস চার বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণের গাছতলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করার কাজে ব্যবহারের উদ্দেশ্যে বাসটি কেনা হয়েছিল। এ নিয়ে আজ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের সূত্র ধরে পরিবেশমন্ত্রীর কাছে সাংবাদিকেরা বাসটির ব্যবহার নিয়ে জানতে চান।
মন্ত্রী বলেন, জলবায়ু তহবিলের টাকা নিয়ে অনেক কথা আছে। তবে এ তহবিলের টাকার যাতে সঠিক ব্যবহার হয়, সে জন্য নতুন একটি নীতিমালা করা হচ্ছে। নতুন নীতিমালার আলোকে এ ধরনের বিনিয়োগ বা কেনাকাটা করা হবে না।
সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাসটিকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালককে বলেছি। বাসটি মাঝেমধ্যে ব্যবহৃত হয়। এমন নয় যে একেবারেই ব্যবহার করা হয় না। তবে এটা আরও কার্যকরভাবে কীভাবে ব্যবহার করতে পারি, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।’
পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা জানি জলবায়ু নিয়ে সচেতনতা একটা বড় কাজ। আর এ কাজে যদি বাসটি আসলেই ব্যবহার করা যেত, আমার মনে হয় আমরা অনেক পথ যেতে পারতাম। বাস নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাসটি যেভাবে ব্যবহার করার কথা, সেভাবে ব্যবহার করা হচ্ছে না।’
এদিকে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বাসটিতে ধুলাবালু জমেছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি নষ্ট হচ্ছে বলে খোদ কর্মকর্তারাই মন্তব্য করেছেন।