লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিলের দাবি

লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিলের দাবিতে সমাবেশ করে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ
ছবি: প্রথম আলো

বান্দরবানের লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল ও লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরার মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে এই দুই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক সমাজ।

সম্প্রতি লামার তিন পাড়ার মানুষের জুমের জমি পুড়িয়ে দেওয়া হয়
ফাইল ছবি: প্রথম আলো

বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে দিনের পর দিন আটকে রাখা হয়েছে।

সংগঠনের সদস্য সোহেল চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক ভূলন লাল ভৌমিক। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সংগঠক সুশান্ত বড়ুয়া, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাইফুর রুদ্র, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী দয়াসোনা চাকমা এবং লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা প্রমুখ।

ভূলন লাল ভৌমিক বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের জনৈক মন্ত্রীর স্ত্রী লামা সরই ইউনিয়নের ৪০০ একর ভূমি দখলের অংশীদার হওয়ায় সেখানকার স্থানীয় ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ এবং আন্দোলনে সক্রিয় সবার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। অবিলম্বে রাবার কোম্পানির ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ ও দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে মথি ত্রিপুরার মুক্তি দাবি জানান তিনি।

আরও পড়ুন

সুশান্ত বড়ুয়া বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও মানবাধিকার কমিশন থেকে শুরু করে গত এক–দেড় বছরে পাহাড়ি জাতিসত্তাগুলোর যে লড়াই–সংগ্রাম, তা ইতিমধ্যে পুরো বাংলাদেশের জনগণের কাছে সাড়া জাগিয়েছে।

এ সময় দেয়ালে লালা এলাকায় দখল করা ভূমি ও পুড়িয়ে দেওয়া ঘরবাড়ির স্থিরচিত্র প্রদর্শন করা হয়

আরও পড়ুন