মায়ের কোলেই প্রাণ গেল ছোট্ট জাকারিয়ার

প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ব্যক্তিদের এক স্বজনের আহাজারি। সোমবার বিকেলে, ঢাকার উত্তরায়
ছবি: খালেদ সরকার

মায়ের সঙ্গে খালাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়েছিল দুই শিশু জাকারিয়া ও জান্নাতুল। তারা ভাই–বোন। বাড়ি ফেরার পথে একই গাড়িতে ছিল তাদের মা, খালা, খালাতো বোন, তার স্বামী ও শ্বশুর। গাড়িতে জায়গা কম। তাই জাকারিয়া বসেছিল মায়ের কোলে। এর মাঝে হঠাৎ এক ঝড়ে এলোমেলো করে দেয় সব। মায়ের কোলেই প্রাণ যায় ছোট্ট জাকারিয়ার।

আরও পড়ুন

এ ঘটনা সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকায়। বউভাতের অনুষ্ঠান শেষে রাজধানীর কাওলা থেকে আশুলিয়ার বাড়ি ফেরার পথে উত্তরার প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার গাড়ির ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জাকারিয়া, তার মা ঝরনা, বোন জান্নাতুল, খালা ফাহিমাসহ আরও এক আত্মীয়।

আরও পড়ুন

গার্ডারটি গাড়িটির ওপর এমনভাবে পড়েছে, ভেতরে কী হয়েছে বা কে আছেন তা বোঝা যাচ্ছিল না। এরপরও ভেতরে আটকে পড়াদের বাঁচানোর আশায় ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ চেষ্টার পর একটি যন্ত্রের সাহায্যে গার্ডারটি গাড়ির ওপর থেকে সরাতেই চোখ পড়ল জাকারিয়ার দিকে। সে তার মা ঝরনার কোলে বসে আছে। এ অবস্থাতেই মৃত্যু হয় দুজনের। এ দৃশ্য তাৎক্ষণিক নাড়া দেয় অনেকের মনে।

জাকারিয়াদের বাড়ি আশুলিয়ার চেয়ারম্যানবাড়ি এলাকায়। এ ঘটনায় তার বোন জান্নাতুলও মারা গেছে। তাদের কথা মনে করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নানি আকলিমা আক্তার। বারবার ছুটে যাচ্ছিলেন দুর্ঘটনাকবলিত গাড়ির দিকে।

আরও পড়ুন

আহাজারি করে বলছিলেন, ‘আমার নাতি দুইটা মাকে ছাড়া কিছুই বুঝত না। সারাক্ষণ মায়ের কাছে থাকত। বিয়ের অনুষ্ঠানেও মাকে ছাড়ে নাই। সেই মায়ের লগেই কোলে বইসা চইল্যা গেল। আমার সব শেষ।’