রাস্তায় যানজট-কেন্দ্রের সামনে ভিড়ে ভুগতে হচ্ছে পরীক্ষার্থীদের
এসএসসি, এইচএসসিসহ সমমানের পরীক্ষার আগে ঢাকার সড়কে যানজট এবং পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় যেন কোনোভাবেই দূর করা যাচ্ছে না। এ জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা ও ভোগান্তিও লেগে আছে। প্রতিবছরের মতো এ বছরও এইচএসসি পরীক্ষার শুরুর দিনে একই ধরনের চিত্র দেখা গেছে। এ কারণে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে, এমনকি পরীক্ষা শুরু হওয়ার পরও কোনো কোনো পরীক্ষার্থীকে হন্তদন্ত হয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। যদিও আধা ঘণ্টা আগে তাদের কেন্দ্রে ঢোকার কথা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে গিয়েও এমন চিত্র দেখা গেছে। পেশাগত কাজে সেখানে গেলে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রের বেশ খানিকটা দূর থেকেই তীব্র যানজট। তাই ভাড়া করা মোটরসাইকেল ছেড়ে হেঁটে কিছুটা পথ এগোনোর চেষ্টা করতে হলো। কিন্তু কিছুটা এগোনোর পর আর সামনে যাওয়া যাচ্ছিল না। কারণ, প্রচণ্ড ভিড়। পরীক্ষার্থী, অভিভাবক ও পথচারী মিলিয়ে একাকার অবস্থা। এর মধ্যে কলেজের সামনের রাস্তায় দু-একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় সেই সমস্যা আরও বেড়ে যায়। কোনোমতে ভিড় ঠেলে প্রধান ফটক পর্যন্ত আসা গেল। বাইরে তখনো প্রচণ্ড ভিড়। পরীক্ষা শুরুর মুহূর্তেও দেখা গেল, কোনো কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছে।
শিক্ষামন্ত্রী দীপু মনিসহ শিক্ষা বিভাগের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বিষয়েও সাংবাদিকেরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে প্রতিটি কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় লেগে থাকার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাবা-মায়েরা যদি সন্তানকে কেন্দ্রের সামনে দিয়ে একটু দূরে চলে যান, তাহলেও চলে। কিন্তু একদম ফটকের সামনে দাঁড়িয়ে থাকেন, তখন পরের দিকে যেসব পরীক্ষার্থী আসতে থাকে, তাদের প্রবেশ করতে কষ্ট হয়।’ অভিভাবকদের প্রতি সন্তানকে পরীক্ষাকেন্দ্রে দিয়ে সঙ্গে সঙ্গে ফটক থেকে দূরে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।
কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় একটি বড় সমস্যা। কিন্তু এর পাশাপাশি পরীক্ষা শুরুর সময়সূচিও পরীক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি বাড়াচ্ছে বলে মনে করেন শিক্ষাসংশ্লিষ্ট অনেকে। কারণ, এইচএসসি পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। কিন্তু শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ জন্য পরীক্ষার্থীরা যখন কেন্দ্রে আসার জন্য রাস্তায় থাকে, তখন আবার অফিসগামী মানুষেরও ভিড় থাকে সড়কে। এর ফলে পরীক্ষার্থীদের রাস্তায় যানজটে পড়তে হয়।
এ ক্ষেত্রে পরীক্ষা শুরুর সময়টি আরও এগিয়ে বা পিছিয়ে নেওয়া যায় কি না, তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা আছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসএসসির সময় এটা করা গেছে। কিন্তু এইচএসসিতে অনেকগুলো পরীক্ষা আছে দুই বেলায় (সকাল-বিকেল)। আর দুই বেলায় পরীক্ষা থাকলে তখন পরীক্ষার সময় পরিবর্তন করা নিয়ে সমস্যা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সমন্বয় (অফিস সময়ের সঙ্গে) করা গেলে ভালো হতো। কারণ, অনেক বেশি ভিড় হয়, যানজট হয়। এ জন্য পরীক্ষার্থীদেরও অনেক আগে থেকে বাসা থেকে বের হতে হয়। তারপরও দেখা যায়, শেষ সময়েও পরীক্ষার্থীরা ঢুকছে।
অবশ্য শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করেন, সকাল আটটায় পরীক্ষা শুরু করা গেলে দুই বেলায় পরীক্ষা হলেও এই সমস্যা কিছুটা দূর হতো।
আটটি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হচ্ছে। শুধু তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।