আবুধাবিতে নিজের ৯০তম মোটর রেসে ষষ্ঠ অভিক আনোয়ার

প্রথম রেস শেষ করার পর অভিক আনোয়ার। আজ বিকেলে আবুধাবির ইয়াস মেরিনায়ছবি: রেসিং ডিএনএর সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের (ইউওই) আবুধাবিতে ইয়াস মেরিনা মোটর রেসিং ট্র্যাকে নিজের ৯০তম মোটর রেস সম্পন্ন করলেন বাংলাদেশের রেসিং ড্রাইভার অভিক আনোয়ার। ১৯ প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন অভিক।

আজ শনিবার আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্লিও কাপ মিডল ইস্ট অ্যাট ১২ আওয়ার্স’ নামের মোটর রেসিং প্রতিযোগিতা। বাংলাদেশ সময় বিকেলে প্রথম রেস শেষ হয়েছে। এতে ১১ দেশের ১৯ জন পুরুষ ও নারী রেসার অংশ নিয়েছেন।

নিজের ‘রেসিং ডিএনএ’ থেকে অংশ নিয়েছেন অভিক আনোয়ার। তাঁর পৃষ্ঠপোষক এমজিআই গ্রুপ। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় দ্বিতীয় রেসে অংশ নেবেন অভিক। এটি হবে তাঁর ক্যারিয়ারের ৯১তম রেস। বাংলাদেশি মোটর ড্রাইভার হিসেবে তিনিই প্রথম এই মাইলফলক ছুঁতে পারছেন।

রেসিং ডিএনএ দলের ব্যবস্থাপক আশফাক উদ্দিন হায়দার প্রতিযোগিতাস্থল থেকে মুঠোফোনে আজ প্রথম আলোকে বলেন, ‘প্রথম রেসে ১১ থেকে ১২টি ল্যাপ সম্পন্ন করতে হয়েছে প্রতিযোগীদের। প্রতিটি ল্যাপের দূরত্ব ৫ দশমিক ২৮ কিলোমিটার। অভিক আনোয়ারের সেরা সময় ছিল ২ মিনিট ২০ দশমিক ১২৬ সেকেন্ড’।

ক্লিও কাপের প্রথম রেসে প্রথম স্থান অর্জন করেছেন ইতালি ড্রাইভার পাওলো মারিয়া সিলভেস্ট্রিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর এদুয়ার্দো মিরান্ডা ও রাশিয়ার স্তানিস্লাভ নোভিকভ। প্রতিযোগিতায় যুক্তরাজ্য, জার্মানি, ভারত, বাংলাদেশ, রাশিয়া, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, ইতালি ও মিসরের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

গতকাল শুক্রবার অভিক আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘এবারের রেসটা একটু কঠিন। বিশ্বের সেরা রেসাররা এতে অংশ নিচ্ছেন। এই রেসে রেসিং কার কর্তৃপক্ষ ঠিক করে দেয়। আমি যে গাড়ি চালাব, সেটা আগে চালাইনি। রেসিং ডিএনএ নামে আমরা যে দল গঠন করেছি, সেটির ম্যানেজার থেকে সাপোর্ট স্টাফ সবাই বাংলাদেশি।’ প্রতিযোগিতার আয়োজক ফরাসি গাড়ি প্রস্তুতকারক রেনল্ট। প্রত্যেক রেসারকে রেনল্টের ক্লিও গাড়ি নিয়ে ছুটতে হয়েছে এই গতির প্রতিযোগিতায়।

আবুধাবির এই ইয়াস মেরিনা ট্র্যাকে ফর্মুলা ওয়ান, গ্রাঁ প্রির মতো মোটর রেসের আয়োজন হয়ে থাকে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছিল, তখন অভিক আনোয়ার আজকের দ্বিতীয় রেসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রেস-২-এর বাছাই আর অনুশীলন চলছে রেসিং ট্র্যাকে।

১১ বছর বয়সেই গাড়ি চালানো শিখেছেন অভিক। টিভিতে নিয়মিত রেসিং দেখতেন। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মাইকেল শুমাখার ও মিকা হ্যানিকেনের প্রতিদ্বন্দ্বিতা দেখে রেসিংয়ের প্রতি ভালোবাসা জন্মে অভিকের। এভাবেই ২০০৭ সালে রেসিংয়ের শুরু তাঁর। ঢাকায় স্কলাস্টিকা স্কুলের পাট চুকিয়ে তিনি কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে স্নাতক পড়তে যান। সেখানে প্রশিক্ষণ নেন। টাকা জোগাড়ের জন্য তীব্র ঠান্ডায় পিৎজা ডেলিভারির কাজও করেছেন। এরপর নিজের মতো করেই অভিক শিখলেন রেসিং।

২০১৪ সালে ঢাকার আগারগাঁওয়ে র‌্যালি ক্রস চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন। হলেন চ্যাম্পিয়ন। ২০১৫, ২০১৬ সালেও চ্যাম্পিয়ন। এরপর অভিক বাইরে যাওয়ার কথা ভাবেন। ভারত থেকে পরীক্ষা দিয়ে রেসার লাইসেন্স নিলেন। ২০১৭ সালে ভারতে প্রথম রেসে অংশ নিলেন অভিক। সেটা ছিল ইন্টারন্যাশনাল মোটর স্পোর্টসের আয়োজন। হলেন চতুর্থ। পরের দুই বছরে কোনো রেসিংয়েই তিনের মধ্যে পৌঁছাতে পারেননি অভিক। ২০১৯ সালে আবার এল সাফল্য। এরপর বেশ কটি রেসে প্রথম স্থানও অর্জন করেছেন তিনি।

অভিকের বাবার গাড়ির ব্যবসা। বর্তমানে কারহাউস ইমপোর্টস নামে অভিকের নিজেরও রয়েছে গাড়ির ব্যবসা। অভিক আনোয়ার এ পর্যন্ত ভারতে ৩৩টি, সংযুক্ত আরব আমিরাতে ৩৮টি ও মালয়েশিয়ায় ১৯টি রেসে অংশ নিয়েছেন। মোটর রেসের জন্য পৃথিবীর প্রায় সব বিখ্যাত সার্কিটেই রেস করেছেন বাংলাদেশের এই তরুণ রেসিং ড্রাইভার।