ভারতে মোটর রেসিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় হলেন অভিক আনোয়ার

আজ ৮ নম্বর রেস শেষ করার পর মাদ্রাজ মোটর রেস ট্র্যাকের বিজয়স্তম্ভে অভিক আনোয়ার
ছবি: সংগৃহীত

আট নম্বর রেসের শেষ ল্যাপে একজনের পরে ফিনিশিং পয়েন্ট ছুঁয়েছে অভিক আনোয়ারের গাড়ির চাকা। দ্বিতীয় স্থান অর্জন করলেন বাংলাদেশি মোটর রেসার অভিক আনোয়ার। ফলে সব কটি রেস মিলিয়ে ভারতের মর্যাদাপূর্ণ ‘এমআরএফ এমএমএসসি এফএমএসসিআই ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ ২০২৩’ টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেন অভিক আনোয়ার। আজ রোববার ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে ৫০ বছর বয়সী মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে এ টুর্নামেন্টের শেষ দুই রেস অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর হোয়াটসঅ্যাপে অভিক আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘গত বছর চতুর্থ হয়েছিলাম, এবার হলাম তৃতীয়। মাত্র ১ পয়েন্টের জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হলো।’ তবু মোটরগাড়ির রেসে অভিকের এ সাফল্য অনন্য। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের জাতীয় পর্যায়ের মোটর রেসের কোনো টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করলেন। টুর্নামেন্টে ১২৩ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন মুম্বাইয়ের প্রতীক সনাওয়ালে, ১০৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন মুম্বাইয়ের রাজ বাখরু। আর অভিক আনোয়ারের পয়েন্ট ১০৭।

আরও পড়ুন
ট্র্যাকে গাড়ির সঙ্গে অভিক
ছবি: সংগৃহীত

অভিক আনোয়ার টুর্নামেন্টে ভক্সওয়াগন পোলো গাড়ির বিভাগে অংশ নিয়েছেন। মোট ১৫ জন মোটর রেসার টুর্নামেন্টে অংশ নেন। এর মধ্যে অভিকই একমাত্র বাংলাদেশি, বাকিরা ভারতীয়। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টে বিজীয়দের পুরস্কার দেওয়া হবে। এমআরএফের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজক মাদ্রাজ মোটর স্পোর্টস ক্লাব (এমএমএসসি) এবং ফেডারেশন অব মোটর স্পোর্টস ক্লাবস অব ইন্ডিয়া (এফএমএসসিআই)।

অভিক আনোয়ার জানালেন, সামনে আরও দুটি রেসে অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। এরপর আগামী ২৪ মার্চ আবুধাবির ইয়াস মেরিনা ফরমুলা ওয়ান সার্কিটে গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের শেষ পর্বে অংশ নেবেন এই বাংলাদেশি মোটর রেসার।

আরও পড়ুন