ভারতের মোটর রেসিং চ্যাম্পিয়নশিপে জয়ের পথে অভিক আনোয়ার

এই গাড়ি করে রেস করছেন অভিক আনোয়ার
ছবি: সংগৃহীত

ভারতের একটি মর্যাদাপূর্ণ মোটরগাড়ি দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে গত শুক্রবার শুরু হয়েছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ ২০২৩।’ শনিবার এই টুর্নামেন্টের ৬ নম্বর রেসে প্রথম স্থান অর্জন করেছেন অভিক আনোয়ার।

শনিবার ৬ নম্বর রেস জেতার পর মাদ্রাজ মোটর রেস ট্র্যাকের বিজয়স্তম্ভে অভিক আনোয়ার (মাঝে)
ছবি: সংগৃহীত

রেস জেতার পর হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, মোট আটটি রেস হবে। এর মধ্যে ছয়টি হয়ে গেছে। রোববার আরও দুটি রেস হবে। এই টুর্নামেন্টটি হচ্ছে চেন্নাইয়ের মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে। এ বছরই এই ট্র্যাকের ৫০ বছর পূর্তি। সেই হিসেবে এই টুর্নামেন্ট বেশ গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় বিজয়ীকে দেওয়া হবে এই ট্রফি
ছবি: সংগৃহীত

অভিক আনোয়ার টুর্নামেন্টে ভক্সওয়াগন পোলো গাড়ির বিভাগে অংশ নিয়েছেন। ৬টি রেসের পর তাঁর অর্জিত পয়েন্ট ৭৯। এখন তাঁর অবস্থান তৃতীয় স্থানে রয়েছে। রোববার অনুষ্ঠেয় বাকি দুটি রেসে প্রথম বা দ্বিতীয় অবস্থানে থাকলেও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে বলে জানালেন অভিক।

আরও পড়ুন

টুর্নামেন্টে ১৫ জন মোটর রেসারের মধ্যে একমাত্র বাংলাদেশি অভিক আনোয়ার। শনিবার পর্যন্ত পয়েন্টে তাঁর চেয়ে এগিয়ে আছেন মুম্বাইয়ের দুই রেসার প্রতীক সনাওয়ালে (৮৯ পয়েন্ট)  ও রাজ বাখরু (৮২ পয়েন্ট)। রোববার বাকি দুই রেসের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

অভিক আনোয়ার আজ সাত মাস পরে আবার কোনো রেস জিতলেন। সর্বশেষ গত বছরের মে মাসে মালয়েশিয়ায় একটি রেসে প্রথম স্থান অর্জন করেছিলেন। অভিক বলেন, ‘এরপর কয়েকটি দ্বিতীয়, তৃতীয় হয়েছি, কিন্তু রেস জিততে পারিনি। আজ (শনিবার) সেটা হলো। কাল (রোববার) চূড়ান্ত দিনে এই টুর্নামেন্ট জেতার ব্যাপারে আমি আশাবাদী।’