লটারির মাধ্যমে নলকূপ বিতরণে প্রাধিকার নির্ধারণের সুপারিশ

নলকূপ থেকে সুপেয় পানি নিতে কলপাড়ে ভিড় করেছেন নারীরা। ডুমুরিয়া, খুলনা
ফাইল ছবি: প্রথম আলো

লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিকমুক্ত নলকূপ বিতরণের প্রাধিকার নির্ধারণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। স্থানীয় সরকার বিভাগের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় নলকূপ বিতরণের কাজে স্বচ্ছতা আনতে সংসদীয় কমিটি এ সুপারিশ করেছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, স্থানীয় সরকার বিভাগ ও ত্রাণ মন্ত্রণালয়কে সমন্বয় করে গ্রামীণ ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণ করতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া বজ্রপাত নিরোধে তাল ও নারকেলগাছ লাগাতে সাধারণ জনগণকে উৎসাহিত করার পাশাপাশি এসব গাছের কারণে পরিবেশ রক্ষা হয় কি না, তা বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ করার সুপারিশ করা হয়।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিবছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে নলকূপ বরাদ্দ দেয়। এই নলকূপ কোথায় দেওয়া হবে, তার ৫০ শতাংশ নির্বাচন করেন স্থানীয় সংসদ সদস্য আর বাকি ৫০ শতাংশ নির্বাচন করে ইউনিয়ন পানি সরবরাহ ও স্যানিটেশন (ওয়াটসান) কমিটি। ইউনিয়ন কমিটির দেওয়া তালিকা উপজেলা কমিটি চূড়ান্ত করে। সারা দেশে পল্লি এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৬টি করে নলকূপ স্থাপনের কাজ চলছে। কোনো ইউনিয়নে চাহিদা কম থাকলে সংশ্লিষ্ট কমিটি ও সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে অন্য ইউনিয়নে বরাদ্দ দেওয়া হচ্ছে।

স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য এম এ মান্নান, রফিকুল ইসলাম, বীরেন শিকদার এবং আদিবা আনজুম বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন