সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। সিআইডির এসআই আকসাদুদ জামানকে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন এবং জোরপূর্বক মুক্তিপণ বাবদ ১ কোটি ৪২ লাখ টাকা নেওয়াসংক্রান্ত প্রতিবেদনটি আজ পাঠকের বিপুল সাড়া পেয়েছে। আজ রাজনীতির একাধিক খবর আছে। এর মধ্যে ফরহাদ মজহার ও শওকত মাহমুদের নৈশভোজ নিয়ে বিএনপিতে তৈরি হওয়া সন্দেহসংক্রান্ত খবরটি পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের অনেকগুলো খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন আজ প্রথম আলোয় প্রকাশিত পাঁচটি আলোচিত খবরে।

সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে দেড় কোটি টাকা মুক্তিপণ আদায় ডিবি কর্মকর্তার

আকসাদুদ জামান ও কায়সার রিজভী
ছবি: সংগৃহীত

‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই। আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন কথোপকথনের সত্যতা পাওয়া গেছে। ঘুষ লেনদেনের এ ঘটনা ঘটেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার মধ্যে। বিস্তারিত পড়ুন...

ফরহাদ মজহার ও শওকত মাহমুদের নৈশভোজ নিয়ে বিএনপির সন্দেহ কেন

ফরহাদ মজহার ও শওকত মাহমুদ

ফরহাদ মজহার ও শওকত মাহমুদের একটি সংগঠনের নৈশভোজ নিয়ে বিরোধী দল বিএনপিতে সন্দেহ দেখা দিয়েছে। ঢাকার একটি পাঁচতারা হোটেলে ১৬ মার্চ এ নৈশভোজের আয়োজন করে বড় মূল্য দিতে হয়েছে শওকত মাহমুদকে। বিস্তারিত পড়ুন...

মোদিকে মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড

মামলার রায়ের আগে গুজরাটের সুরাতে রাহুল গান্ধী। আজ তোলা
ছবি: এএনআই

রাহুলের বিরুদ্ধে ২০১৯ সালে এ মানহানির মামলা করা হয়। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছিলেন, ‘চৌকিদার চোর।’ তিনি বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়। সব চোরের কীভাবে অভিন্ন পদবি মোদি হয়।’ বিস্তারিত পড়ুন...

১০ উইকেট ও ২২১ বল বাকি রেখে বাংলাদেশের জয়

সিলেটে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
শামসুল হক

ম্যাচটি হবে কি না, টসের কিছুক্ষণ আগপর্যন্তও সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। সিলেটের আবহাওয়া ছিল এমন অনিশ্চিতই। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয়েছে সবকিছু। ম্যাচটি শেষ হতেও সময় লাগল না খুব একটা! বিস্তারিত পড়ুন...

সনু নিগমের বাসা থেকে ৯০ লাখ টাকা চুরি, মিলেছে চোরের পরিচয়

একেই বোধ হয় বলে বাঘের ঘরে ঘোগের বাসা। সম্প্রতি সনু নিগমের বাসায় বড়সড় চুরি হয়েছে। আর চোর এই জনপ্রিয় গায়কের পরিচিত ব্যক্তিদের মধ্যেই একজন। চোর এখন পুলিশি হেফাজতে আছেন বলে জানা গেছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন