সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ মার্চ, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বুয়েটে কার্যক্রম চালাচ্ছে শিবির ও হিযবুত তাহ্‌রীর, সংবাদ সম্মেলনে পাঁচ ছাত্রের অভিযোগ

বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন পাঁচ শিক্ষার্থী। ঢাকা, ৩০ মার্চ
ছবি: প্রথম আলো

ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিক্রিয়ায় চলমান আন্দোলনে একটি ‘অন্ধকার সংগঠনের’ ইন্ধন দেখছেন প্রতিষ্ঠানটির পাঁচ ছাত্র। এই ছাত্ররা বলছেন, শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে একটি অন্ধকার সংগঠনের ইন্ধনে বুয়েটে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বুয়েটে কার্যক্রম চালাচ্ছে ইসলামী ছাত্রশিবির ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হয়ে যিনিই কথা বলছেন, তাঁকেই ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে বারবার অত্যাচার করা হচ্ছে৷ বিস্তারিত পড়ুন...

যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনীর কিছু অঞ্চল সমুদ্রের অংশ হয়ে যাবে: আইনুন নিশাত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ‘উপকূলের জীবন ও জীবিকা: সংকট ও করণীয়’ শীর্ষক এক জাতীয় সংলাপের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

১০০ বছরের মধ্যে যশোর থেকে গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে ফেনী—এসব অঞ্চলের দক্ষিণাংশ সমুদ্রের অংশ হয়ে যাবে বলে মনে করেন পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন-বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত। তাঁর আশঙ্কা—এ পরিবর্তন ৫০ বছরের মধ্যেও হয়ে যেতে পারে। এমনকি ঢাকার চারপাশের জমিও লবণাক্ত হয়ে যেতে পারে। বিস্তারিত পড়ুন...

রেকর্ড লাখ কোটি টাকার বিদেশি ঋণচুক্তির পরিকল্পনা

টাকা
প্রতীকী ছবি

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রায় ১ হাজার কোটি ডলারের ঋণচুক্তি করবে সরকার। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ গ্রহণে সরকার এ পরিকল্পনা করেছে। এক অর্থবছরে এত বিপুল পরিমাণ ঋণচুক্তি করার পরিকল্পনা এর আগে আর কখনো নেওয়া হয়নি। বিস্তারিত পড়ুন...

বয়কটের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রশ্ন

বয়কট
প্রতীকী ছবি

বিশ্বের এক নম্বর ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী ক্রিস কেম্পজিনস্কি চলতি বছরের ৫ জানুয়ারি হঠাৎ প্রকাশ্য স্বীকারোক্তি দিলেন যে গাজায় ইসরায়েলের অভিযানের কারণে মধ্যপ্রাচ্য ও তার বাইরেও তাঁর কোম্পানির ব্যবসায় ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। একই রকম ক্ষতির কথা স্বীকার করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কফি চেইন স্টারবাকস। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের কাছে কেন, কত দামে আলাস্কা বিক্রি করেছিল রাশিয়া

সময়টা সতেরো শতকের শুরুর দিক। ব্যাপকভাবে সাম্রাজ্য বিস্তার করছে রাশিয়া। পূর্বমুখী নীতির বাস্তবায়নে সাইবেরিয়ার মধ্য দিয়ে বেরিং প্রণালি পেরিয়ে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছে যায় রুশ সাম্রাজ্য। এখনকার আলাস্কাকে আমরা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে চিনি। কিন্তু তখন আলাস্কা ছিল রাশিয়ার অংশ।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন