শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার।
আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগামী দুই দিন সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে প্রথম আলো অনলাইনে একাধিক প্রতিবেদন হয়েছে। আজ রাজধানীতে এটি বড় একটি ঘটনা ছিল।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ অন্তত দুই থেকে তিনজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুযোগ রাখার পক্ষে বিএনপি। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সিটি কলেজের স্থাপনায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, সেটির অবশ্যই তদন্ত হওয়া উচিত। আরও পড়ুন...
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির অভিশংসনপ্রক্রিয়ায় পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। ন্যায়পাল নিয়োগের বিষয়েও একমত হয়েছে বিএনপি। আরও পড়ুন...
বৈঠক শেষে ভ্যাটিকানের পক্ষ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়। বলা হয়, আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত না করা পর্যন্ত পোপের মরদেহ সেখানে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আরও পড়ুন...
যখন ওর সঙ্গে পরিচয়, তখন আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। ঢাকা শহরে থাকি...আমার বাবা–মা দিনাজপুরে। আমি যেহেতু ক্রিকেটে বেশি ফোকাসড ছিলাম, কখনো এক দিন পর, কখনো দুই দিন পরও বাবা–মাকে ফোন দিতাম। আরও পড়ুন...
দেশান্তরি হওয়ার হিসাবে ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরও পড়ুন...