‘হোক শপথ, করব সড়ক নিরাপদ’

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে শনিবার ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশের ১৭টি জায়গায় কর্মসূচি পালন করে
ছবি: সংগৃহীত

ইয়ামাহা মোটরসাইকেল-রাইডারদের নিয়ে গঠিত সংগঠন ‘ইয়ামাহা রাইডার্স ক্লাব’। দেশের প্রতিটি জেলায় এ ক্লাবের শাখা রয়েছে। দেশব্যাপী তাদের সদস্যসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানাবিধ ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।

তারই ধারাবাহিকতায় শনিবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর, মাদারীপুর, রংপুর, খুলনাসহ দেশের ১৭টি জায়গার ২০০টির বেশি স্থানে স্পিডব্রেকার রং করার উদ্যোগ নেয়। এ জায়গাগুলোতে স্পিডব্রেকার দৃশ্যমান না হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়তেন মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনের চালকেরা।

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে শনিবার ইয়ামাহা রাইডার্স ক্লাব দেশের ২০০টির বেশি স্থানে স্পিডব্রেকার রং করার উদ্যোগ নেয়
ছবি: সংগৃহীত

তাই এসব ঝুঁকিপূর্ণ স্থান নির্বাচন করেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। জাতীয় নিরাপদ সড়ক দিবস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে স্পিডব্রেকার রং করা এবং সাইনবোর্ড লাগানোর কর্মসূচির আয়োজন করে, যাতে এসব ঝুঁকিপূর্ণ স্থানে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায়।

ফরিদপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য হাসিবুল হাসান বলেন, ‘আমরা যেসব চালক মোটরবাইক, ট্রাক কিংবা ব্যক্তিগত গাড়ি পরিচালনা বা ড্রাইভিং করি, তারা যদি সড়কে নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে গাড়ি চালাই, তাহলেই সড়ক নিরাপদ রাখা সম্ভব।’

ইয়ামাহা রাইডার্স ক্লাবের আরেক সদস্য দিদারুল আলম বলেন, ‘আমাদের চলার পথে প্রায়ই দেখা যায়, অনেক স্পিডব্রেকারে রং না-থাকার কারণে দৃষ্টিগোচর হয় না। ফলে দুর্ঘটনায় পড়তে হয়। বিষয়টা সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারিতে আনার অনুরোধ, যাতে সব ধরনের চালকেরা রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে পারে।’