সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজ আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) ছেলেকে নিয়ে এক বাবার ঈদের নামাজ পড়ার খবরটি। সে জন্য এই বাবাকে অপেক্ষা করতে হয়েছে ১৩ বছর। আন্তর্জাতিক খবরের মধ্যে ছিল ইরানের হামলার পর ইসরায়েলের সামনে এখন যেসব পথ খোলা, এই প্রতিবেদন। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১৩ বছর অপেক্ষার পর ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়লেন বাবা

ঈদগাহে ছেলে ও বাবার সঙ্গে সাকলায়েন রাসেল
ছবি: সংগৃহীত

ছেলের জন্মের পর মাস যায়, বছর যায়। ছেলের শরীরটা বড় হতে থাকে। মনটা ছোটই থেকে যায়। প্রতি ঈদেই মনে হতো, ‘না, এবারও হলো না।’ এভাবে অপেক্ষা করতে করতে কেটে গেল ১৩ বছর। এবার স্বপ্নপূরণ হলো বাবার। এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সময় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছেন বাবা। বিস্তারিত পড়ুন...

মুক্ত এমভি আবদুল্লাহকে যেভাবে পাহারা দিচ্ছে দুটি যুদ্ধজাহাজ

এমভি আবদুল্লাহ জাহাজকে পাহারা দিচ্ছে দুটি যুদ্ধজাহাজ
ছবি: ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর  অপারেশন আটলান্টার এক্স পোস্ট থেকে

ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। আজ সোমবার বেলা দুইটায় সংস্থাটির ওয়েবসাইটে এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নেওয়ার ছবি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত পড়ুন...

ইরানের হামলার পর ইসরায়েলের সামনে এখন যেসব পথ খোলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের সামনে এখন কোন কোন পথ খোলা রয়েছে, ইরানই-বা পরবর্তী সময়ে কী করতে পারে, তা তুলে ধরার চেষ্টা করেছেন বিবিসির নিরাপত্তাবিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার। বিস্তারিত পড়ুন...

হামলার আগে ইরান কি সতর্ক করেছিল

গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান
ছবি: রয়টার্স

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দিন কয়েক আগে নোটিশ দিয়েছিল ইরান। তুরস্ক, জর্ডান ও ইরাকের কর্মকর্তারা গতকাল রোববার এ কথা বলেছেন। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করেনি তেহরান। বিস্তারিত পড়ুন...

বৃথা গেল রোহিতের সেঞ্চুরি, আইপিএলের ‘এল ক্লাসিকো’ জিতল মোস্তাফিজের চেন্নাই

উইকেট শিকারের পর মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থ তুষার দেশপাণ্ডে
বিসিসিআই

আইপিএলে গতকাল রোহিত শর্মার ৬৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসেও জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। তাড়া করতে নেমে রোহিতের ৫ ছক্কা ও ১১ চারে সাজানো ইনিংসে ভর করে মুম্বাই থেমেছে ১৮৬/৬ রানে। ২০ রানে জিতেছে চেন্নাই। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন