দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগিংয়ের’ নামে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ আসছে। এ পরিস্থিতিতে র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে ছাত্রলীগ। এর নাম দেওয়া হয়েছে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’।

আগামীকাল রোববার রাজধানীতে এ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীকে সাড়ে ৪ ঘণ্টা নির্যাতন, নেতৃত্বে ছাত্রলীগ নেত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, ক্যাম্পাসে নির্যাতন, হয়রানি ও যৌন নিপীড়নের বিরুদ্ধে আগামীকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে পদযাত্রা বের শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হবে। পদযাত্রায় নির্যাতন, হয়রানি ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করবেন তাঁরা।

আরও পড়ুন

ছাত্রলীগ, হচ্ছেটা কী

আরও পড়ুন

ছাত্রলীগ নেতা-কর্মীদের বহিষ্কার যেন নামেই