সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শেষ সময়েও বলপ্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা

শেখ হাসিনা

শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাইছিলেন না। পরে পরিবারের সদস্যরাসহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিস্তারিত পড়ুন...

এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না: ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনা ভারত থেকে কোথায় যেতে পারেন

শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের বরাতে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর বলছে, পদত্যাগ ও দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান। বিস্তারিত পড়ুন...

শেখ হাসিনার পতন যেসব কারণে

শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

সাড়ে ১৫ বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো ‘একনায়ক’ হিসেবে। ছাত্র ও গণ–আন্দোলনের মুখে তাঁর শাসনের পতনের পেছনে একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস—এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিস্তারিত পড়ুন...

যেভাবেই হোক সাংবিধানিক কাঠামো দরকার

ছাত্র-জনতার অবদান আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে
ছবি: প্রথম আলো

দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন। এই লেখা যখন লিখছি, তখন রাষ্ট্রপতির কাছে গিয়ে সেনাপ্রধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আলোচনা করার কথা। বিস্তারিত পড়ুন...