পরিদর্শক-উপপরিদর্শকদের র‌্যাঙ্ক ব্যাজসহ বিভিন্ন দাবি নিয়ে পুলিশ সদর দপ্তরে বৈঠক

প্রথম শ্রেণির পদমর্যাদায় উন্নীত পুলিশের পরিদর্শক এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত উপপরিদর্শকদের র‌্যাঙ্ক ব্যাজ পাওয়াসহ তাঁদের বিভিন্ন দাবি পূরণের জন্য গঠিত কমিটির সঙ্গে বৈঠক করেছেন নন–ক্যাডার পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে বৈঠকটি হয়। নন–ক্যাডার পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য গত ৩০ নভেম্বর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কামরুল আহসানকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার এ কমিটির সঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের নেতাদের প্রথম বৈঠক হলো।

বৈঠকে অংশ নেওয়া পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, বৈঠক থেকে দাবি পূরণ করার আশ্বাস পেয়েছেন তাঁরা। বৈঠকের পর সন্ধ্যায় পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটির সঙ্গে তাঁদের প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে। অতিরিক্ত আইজিপি কামরুল আহসান তাঁদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

সংগঠনের নেতারা বলছেন, ২০১২ সালে পরিদর্শক পদটি প্রথম শ্রেণির পদমর্যাদা এবং এসআই ও ট্রাফিক সার্জেন্টের পদ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হয়। তখন থেকে পরিদর্শকদের নির্ধারিত ব্যাজ পাওয়ার কথা। কিন্তু ১১ বছরে পরিদর্শক, এসআই ও ট্রাফিক সার্জেন্টরা তা পাননি। পদমর্যাদা বাড়লেও এত বছর ধরে পুলিশ পরিদর্শকেরা নবম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন।

আরও পড়ুন

বৈঠকে অংশ নেওয়া পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও রমনা থানার ওসি আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের সমস্যাগুলো নিয়ে আইজিপি স্যারের সঙ্গে আলোচনা করে সেসব সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন কমিটির সভাপতিসহ অন্যরা।’

বৈঠক নিয়ে রাতে কমিটির সভাপতি কামরুল আহসান প্রথম আলোকে বলেন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকটি ছিল নিয়মিত কাজের (রুটিন ওয়ার্ক) অংশ। অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের দাবির বিষয়ে তাঁরা শুনছেন এবং সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

অ্যাসোসিয়েশন নেতারা বলেন, ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে র‍্যাঙ্ক ব্যাজ পাওয়া নিয়ে তাঁদের আরেকটি বৈঠক হবে। তাঁরা আশা করছেন, এ বৈঠক শেষে পুলিশ কর্মকর্তারা তাঁদের কাঙ্ক্ষিত র‍্যাঙ্ক ব্যাজ পরতে পারবেন।