চট্টগ্রামে আরেক দফা বাড়ল সবজির দাম

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার। আজ সকালে তোলা
ছবি: প্রথম আলো

টানা অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামে আরেক দফা বেড়েছে সবজির দাম। এক দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে সবজিভেদে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এ ছাড়া খুচরা পর্যায়ে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরিবহনের খরচ বৃদ্ধির কারণে পাইকারিতে দাম বেড়েছে। এর ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

এর আগে অবরোধের কারণে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় গতকাল বুধবার চট্টগ্রামে সবজির পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজারে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছিল ৫ থেকে ১০টাকা। এরপর আজ বৃহস্পতিবার আরেক দফা বাড়ল দাম।

আড়তদাররা জানান, সড়কে গাড়ি ভাঙচুর ও আগুনের ভয়ে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে আসতে প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছে পরিবহনগুলো। গত মঙ্গলবার রাতের তুলনায় গতকাল পরিবহন খরচ আরও অন্তত পাঁচ হাজার টাকা বেড়েছে। ব্যাপারীদের বাড়তি ভাড়া দিয়েই পণ্য চট্টগ্রামে পাঠাতে হচ্ছে।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, সাধারণত এ সময়ে শীতের আগাম সবজি নিয়ে অন্তত ২০টি ট্রাক বাজারে আসে। তবে অবরোধের কারণে কুষ্টিয়া, যশোর, নওগাঁ, খুলনা, ঈশ্বরদী, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের দিকে ট্রাক আসতে চাইছে না। আজ বাজারে কেবল পাঁচটি ট্রাক এসেছে। প্রতিটি ট্রাকের ভাড়া পড়েছে ৫৫ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত।

পাইকারিতে দাম বাড়লেও গতকাল চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে দামের ‘বড়’ প্রভাব দেখা যায়নি। তবে আজ নগরের বহদ্দারহাট, চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, এক দিনের ব্যবধানে বাজারে সবজিভেদে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাজারে বরবটি, শিম, বেগুন, পটোল, মুলা, ঝিঙা, চিচিঙ্গা, করলা ইত্যাদি সবজির দাম বেড়েছে। গতকাল এসব সবজি বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৭০ টাকায়। তবে আজ একই সবজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

খুচরা পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা কমেছে। মাসের শুরুতে ক্রেতার আনাগোনা না থাকায় কিছুটা উদ্বিগ্ন বিক্রেতারাও। চকবাজার এলাকার সবজি বিক্রেতা মো. মাসুদ বলেন, খুচরা বাজারে সবজি রিয়াজউদ্দিন বাজার থেকে এনেই বিক্রি করা হয়। সেখানে দাম বাড়লে খুচরাতেও এর প্রভাব পড়ে। বাজারে হঠাৎ দাম বাড়লে ক্রেতারা অল্প পরিমাণে সবজি কেনেন। যেহেতু সবজি পচনশীল পণ্য, তাই বিক্রি না হলে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী প্রথম আলোকে বলেন, পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়েছে। প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে চট্টগ্রামে পণ্য পাঠাচ্ছেন ব্যাপারীরা। অবরোধের পর পর্যাপ্ত ট্রাক এলে সবজির দাম কমে যাবে।