মুক্তিযুদ্ধবিষয়ক সচিবকে ওএসডি

জনপ্রশাসন মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

খাজা মিয়া পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটি পথসভা ও মতবিনিময় সভা করেছিলেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এসব সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেছিলেন বলেও গণমাধ্যমের খবরে বলা হয়। এ নিয়ে আলোচনার মধ্যেই তাঁকে ওএসডি করা হলো।

আরও পড়ুন

খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খাজা মিয়া ১৯৯১ সালে চাকরিতে যোগ দেন। ২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর গত ১ জুন জ্যেষ্ঠ সচিব হন তিনি।