শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৩৬০টি গাড়ি দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে। এসব গাড়ি কেনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এ–সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে আজ পাঠকের আগ্রহ দেখা গেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সংবাদ পড়েছেন অনেক পাঠক। এ ছাড়া আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য গ্রামের পথে খুব একটা ছুটছে না গাড়ি। বরং কর্মকর্তাদের ব্যক্তিগত কাজেই এসব গাড়ির ব্যবহার বেশি হচ্ছে। বিস্তারিত পড়ুন...
আইনমন্ত্রী বলেন, তিনি (এমরান আহম্মদ ভূঁইয়া) অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাঁকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। বিস্তারিত পড়ুন...
সামরিক সূত্রের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এবং তাদের দেওয়া সামরিক সহায়তায় ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়া সেতু ধ্বংসের অভিযানে নেমেছে। সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তৈরি করা অত্যাধুনিক সেন্সর সমৃদ্ধ ড্রোন এবং তাদের গোয়েন্দা ব্যবস্থা কাজে লাগিয়ে ইউক্রেন এ হামলা চালাচ্ছে। বিস্তারিত পড়ুন...
মেসি-ফন গালের সেই দ্বৈরথের রেশ এখনো ফুরিয়ে যায়নি। এবার মেসিকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ জেতানোর অভিযোগ এনে আবার সেই বিতর্কে ঘি ঢাললেন ফন গাল। বলেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। বিস্তারিত পড়ুন...
‘মনোবল শক্ত ছিল, পরিবার পাশে ছিল, তাই হয়তো আত্মহত্যা করিনি। আমার মতো করে লড়ে গেছি। চলচ্চিত্রে জায়গা করে নিয়েছি।’ কথাগুলো বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের। বিস্তারিত পড়ুন...