সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান

বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

যে দুই কারণে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও ক্ষোভ

নিম্নতম মজুরির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন পোশাকশিল্প খাতের শ্রমিকেরা। গতকাল ঢাকার মিরপুর–১১ নম্বর এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় গত মঙ্গলবার বেশ কয়েকজন পোশাকশ্রমিক ও শ্রমিকনেতার সঙ্গে কথা বলে শ্রমিকদের ক্ষোভের দুটি কারণই মূলত জানা গেছে। একটি বাজারে নিত্যপণ্যের চড়া দাম, অন্যটি মজুরি বোর্ডে মালিকদের কম মজুরি প্রস্তাব। তাঁরা বলছেন, বাজারে নিত্যপণ্যের যে দাম, তাতে বর্তমানে কোনোরকমে খেয়ে-পরে বেঁচে থাকতেই কমপক্ষে ২০ হাজার টাকা মজুরি দরকার।
বিস্তারিত পড়ুন...

শিশুর জন্য বাবার লাশ এ কেমন ‘উপহার’

সবুজ শার্ট, নীল প্যান্ট, পায়ে বুট, মাথায় হেলমেট পরা একজন মানুষ ইটের খোয়া আর ডাবের খোসার মধ্যে পড়ে আছেন। একা। কিছুক্ষণ আগেই তাঁকে ঘিরে ধরেছিল জনা পনেরো মানুষ। ভিডিওতে দেখা গেল, কিছু উন্মত্ত মানুষ তাঁকে পেটাচ্ছেন। শেষ পর্যন্ত মারা যান লোকটি। আর কিছুক্ষণ পরেই জানাজানি হয়, ওই পুলিশ সদস্যের নাম কনস্টেবল আমিনুল পারভেজ। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

বলিভিয়ার লাপাজের রাজপথে জাতীয় পতাকা হাতে কয়েকজন
ফাইল ছবি: এপি

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বিস্তারিত পড়ুন ...

বাংলা জানায় বাংলাদেশ দলকে যেভাবে বোকা বানিয়েছিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি
ছবি: ইনস্টাগ্রাম

মহেন্দ্র সিং ধোনির গল্পটাই প্রেরণাদায়ী। ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন। সেখান থেকে ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক—এ তো রূপকথাই! আর খড়গপুরে এই ‘রূপকথার গল্পে’র শুরুতে বাংলা ভাষাটা শিখেছিলেন ধোনি। ভাষাটা জানা থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একবার বোকাও বানিয়েছিলেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন