সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আজ রাজধানীতে ব্যস্ত দিন কাটিয়েছেন। আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী ও নাগরিক সমাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতের ওপর ভিত্তি করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেসবে পাঠকের সাড়া ছিল বিপুল। আইএমএফের পদ্ধতি মেনে আজ রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে। এ–সংক্রান্ত খবরে আগ্রহ ছিল যথেষ্ট। এর পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে উজরা জেয়ার টুইট

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার বৈঠক
ছবি: বাসস

বৈঠক নিয়ে করা টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়ুন...

প্রকৃত রিজার্ভ এখন সাড়ে ২৩ বিলিয়ন ডলার

মার্কিন ডলার
ছবি: রয়টার্স

বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বর্তমানে ২ হাজার ৯৯৭ কোটি ডলার বা ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক প্রকৃত রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুত হিসাব করতে ৬৪০ কোটি ডলার বাদ দিয়েছে। বিস্তারিত পড়ুন...

বিবিসির সেই উপস্থাপকের যৌন কেলেঙ্কারি নিয়ে যা জানা গেল

সাম্প্রতিক বছরগুলোয় বিবিসিকে বেশ কয়েকটি গুরুতর কেলেঙ্কারি মোকাবিলা করতে হয়েছে
প্রতীকী ছবি: এএফপি

বিবিসির আলোচিত উপস্থাপক হিউ এডওয়ার্ডস এখন নিজেই খবরের শিরোনাম হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, যৌনতাপূর্ণ ছবি পাঠানোর জন্য এক অপ্রাপ্তবয়স্ককে অর্থ দিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...

রশিদ-মুজিবদের নামই নিলেন না সাকিব

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান
ছবি: আনিস মাহমুদ

অধিনায়ক সাকিব নিজেই জানালেন, ‘আমার ধারণা, উইকেট নিয়ে কেউ খুব বেশি একটা কথাও বলেনি। আমি আর কোচ হয়তো একটু আলাপ করেছি, এ ছাড়া দু-একজন ক্রিকেটারও আর উইকেটের কাছে গিয়েছে কি না, জানি না।’ বিস্তারিত পড়ুন...

শাকিব, নিশোদের চ্যালেঞ্জ করলেন ওমর সানী

শাকিব, নিশোদের চ্যালেঞ্জ করলেন ওমর সানী
কোলাজ

সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশোদের মতো তারকারা। তাঁদের চ্যালেঞ্জ জানালেন ওমর সানী। তিনি লেখেন, ‘ঈদ গেছে, এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়র।’ বিস্তারিত পড়ুন...