সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি, দুজন কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি দেওয়ার মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন হাফিজা মাহবুবা ওরফে বৃষ্টি (৩২) ও তাফসিরুল ইসলাম (২৩)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

ধানমন্ডি থানার পরিদর্শক শাহজাহান মণ্ডল প্রথম আলোকে বলেন, সাঈদীকে চিকিৎসা দেওয়া চিকিৎসকের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাফিজা মাহবুবা ও তাফসিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া বিএসএমএমইউর অধ্যাপক প্রাণনাশের হুমকির অভিযোগে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

পরে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে হাফিজা মাহবুবা ওরফে বৃষ্টিকে (৩২) আটক করে পুলিশ। আর তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করেছে র‍্যাব।