সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ জানুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ওবামাসহ শতাধিক নোবেল বিজয়ীর খোলাচিঠি

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় এবং দুদকের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠিয়েছেন শতাধিক নোবেল বিজয়ীসহ বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ২৪২ ব্যক্তি। চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর রয়েছেন।
বিস্তারিত পড়ুন...

শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সপ্তম শ্রেণির পাঠ্যবই ছিঁড়ে ফেলার যে ঘটনা ঘটিয়েছেন, সেটিকে ‘ধ্বংসাত্মক’ বলেছে ব্র্যাক ইউনিভার্সিটি। তারা মনে করে, এটি ‘অশিক্ষকসুলভ আচরণ’। এ কারণে আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি।
বিস্তারিত পড়ুন...

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দেখতে যাচ্ছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১২ থেকে ১৯ মার্চের মধ্যে সিইসির রাশিয়া সফর করার কথা রয়েছে। এই সফরে সিইসির সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। সফরের সময় তাঁদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন।
বিস্তারিত পড়ুন...

পাঠ্যপুস্তক: এবার ব্লগ ও কোচিং সেন্টারের ওয়েবসাইট থেকে কপি

গত বছর নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন বই প্রণীত হয়। ওই বছরই ‘সপ্তম শ্রেণির বিজ্ঞান বই: হুবহু চুরি আর গুগলের অনুবাদে শিক্ষার্থীরা কী শিখবে?’ শিরোনামে প্রথম আলোর অনলাইনে একটি মতামত লিখেছিলাম। সেটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়।  
বিস্তারিত পড়ুন ...

মুইজ্জুকে অভিশংসনের চেষ্টা বিরোধীদের

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু
ফাইল ছবি: এএফপি

মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে চলেছে দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এমডিপি মুইজ্জুর সরকারকে অভিশংসন করতে সংসদ সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করতেও শুরু করেছে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন