স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দিতে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। কমিশনের খসড়া সুপারিশ অনুযায়ী, পুলিশ পরিচালিত হবে এই কমিশনের মাধ্যমে। কমিশনে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের দুজন করে সদস্য থাকবেন।
পুলিশ সংস্কার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বুধবার এই কমিশনসহ চারটি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। বাকি তিন কমিশন হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পুলিশ সংস্কার কমিশন সূত্র আরও জানায়, তাদের সুপারিশে স্বাধীন পুলিশ কমিশনের অধীন একটি পর্যালোচনা কমিটি রাখার কথা বলা হয়েছে। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তারা তা তদন্ত করবে। এ ছাড়া পুলিশে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের তালিকা বা ‘ফিট লিস্ট’ করা, পুলিশে আলাদা মেডিকেল কোর ও টেকনিক্যাল কোর করারও সুপারিশ করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। এর অংশ হিসেবে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।
চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে কাজ শেষ না হওয়ায় ৩ জানুয়ারি কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার সময় বাড়ানো হয়। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত এবং বাকি পাঁচটি কমিশনকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। তবে এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে।
দ্বিতীয় ধাপে গঠন করা ছয়টি কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা আছে আগামী মাসের শেষের দিকে।
সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানা গেছে। আলোচনার মধ্য দিয়ে যেসব প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রস্তাবগুলো কবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার একটি রূপরেখা আসতে পারে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমে।
এদিকে আজ সকালে চার কমিশনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, বেলা তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্কার প্রস্তাবের মূল বিষয়গুলো তুলে ধরা হবে।