সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আগামী মাসে পরবর্তী অর্থবছরের বাজেট পেশ হবে। এখন বাজেটের নানা দিক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সঞ্চয়পত্র–সংক্রান্ত একটি খবরে পাঠকের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। ঘূর্ণিঝড় মোখার রেশ এখনো কাটেনি। ১৯৯১ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে দেশের দক্ষিণ-পূর্ব উপকূলে। আজ সেই ঝড়ের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদনও পঠিত হয়েছে। দুই চুলার গ্যাসের বিল বাড়ানোয় তিতাসের প্রস্তাব–সংক্রান্ত প্রতিবেদনটিতে পাঠক সাড়া দিয়েছেন যথেষ্ট। আজ এসব খবরের পাশাপাশি আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সঞ্চয়পত্রে বিনিয়োগে ছাড় আসছে

জাতীয় বাজেট
প্রথম আলো

যাঁরা দুঃসময়ের জন্য সঞ্চয়পত্র কেনেন কিংবা সঞ্চয়পত্রের মুনাফায় সংসারের খরচ চালান, তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিতে পারে আসন্ন বাজেট। আবার বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার ঝক্কিঝামেলা কমতে পারে। বিস্তারিত পড়ুন...

ঘূর্ণিঝড়ের সতর্কতা নিয়ে উপহাস করা বোকামি, বললেন ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া চন্দ্র নাথ

চন্দ্র নাথ বর্তমানে পরিবার নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে
ছবি: চন্দ্র নাথের সৌজন্যে

বাংলাদেশে মোখা আঘাত হানবে—আবহাওয়া অধিদপ্তরের এমন সতর্কবার্তা শুনে যুক্তরাষ্ট্রে বসেও শঙ্কিত হয়ে পড়েছিলেন চন্দ্র নাথ। ফেসবুকে স্মৃতিচারণা করেছেন ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় আঘাত হানার দিন ও পরের সময়ের। বিস্তারিত পড়ুন...

দুই চুলায় গ্যাসের বিল ৫১২ টাকা বাড়াতে চায় তিতাস

গ্যাসের চুলা
প্রতীকী ছবি

দুই চুলায় মাসিক গ্যাসের বিল ৫১২ টাকা বাড়াতে চায় রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী এই বিতরণ সংস্থা। আর এক চুলায় মাসে ৩৯০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা। বিস্তারিত পড়ুন...

ডলার কি সত্যিই ইউয়ানের কাছে হেরে যাচ্ছে

ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অবশ্য নতুন নয়। তবে ‘ডলার অস্ত্র’ ব্যবহারের অভিযোগ জোরদার হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে। বিস্তারিত পড়ুন...

শিরোপা জয় উদ্‌যাপনে মেসিকে পেয়েছেন বার্সার খেলোয়াড়েরা

চ্যাম্পিয়ন হওয়ার পর ছাদখোলা বাসে বার্সেলোনা শহর প্রদক্ষিণ করেছে জাভির দল
ছবি : এএফপি

চার বছর পর আবার লা লিগা শিরোপা জেতায় বার্সেলোনায় এখন উচ্ছ্বাস আর উচ্ছ্বাস। গত পরশু এসপানিওলের মাঠে ৪-২ গোলের জয়েই নিশ্চিত হয়েছে শিরোপা। এই জয়ের পর এসপানিওলের মাঠে নেচেগেয়ে উদ্‌যাপন করেছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন