পুলিশদের খেলাধুলা করার আহ্বান জানিয়েছেন পিবিআই প্রধান

দলগত রিলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এপিবিএন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের দিনের দায়িত্ব পালন শেষে খেলাধুলা করাসহ শারীরিক ব্যায়াম করার আহ্বান জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। তিনি বলেন, যাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন (ডিউটি) ও খেলাধুলা করেন, তাঁদের মনে অপরাধমূলক চিন্তাভাবনা থাকে না।

আজ বৃহস্পতিবার ঢাকার গেন্ডারিয়ায় পুলিশ লাইনস মিল ব্যারাকে বাংলাদেশ পুলিশের অ্যাথলেটিকস ও সাইক্লিং চ্যাম্পিয়নশিপ-২২ এর পুরস্কার বিতরণ ছিল। অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পিবিআই প্রধান বলেন, ‘শরীর ফিট রাখতে হবে। যারা ডিউটি এবং খেলাধুলায় থাকতে পারবে, তারা অন্যের আদর্শ হবে। তাদের মনে অপরাধমূলক চিন্তাভাবনা থাকে না। মনের দৌড় বড় দৌড়, যে মনে যত বেশি দৌড় দিতে পারে, তার সফলতাও অনেক বেশি।’

আজ পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং চ্যাম্পিয়নশিপ-২২ এর ১৮টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের নারী ও পুরুষ পুলিশ সদস্যরা অংশ নেন। উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে ছিল সাইক্লিং, দৌড়, চাক্তি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ ও দীর্ঘ লম্ফ এবং রিলে। দলগত রিলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রানার্সআপ হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।