কুমিল্লার মামলায় খালেদার জামিন চেম্বার আদালতে স্থগিত

খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

নাশকতার অভিযোগে কুমিল্লার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দুই মামলার জামিন শুনানি হবে।

আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, কুমিল্লার মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী বৃহস্পতিবার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার ওই দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।