সিলেটে ১৪০ কেজি বাঘাইড় মাছ!

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ১৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।

মাছটি কেটে আজ শনিবার সকালে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। দাম কেজিপ্রতি আড়াই হাজার টাকা।

বাজারে আনা হয়েছে ১৪০ কেজি ওজনের বাঘাইড়। ছবি: আনিস মাহমুদ
বাজারে আনা হয়েছে ১৪০ কেজি ওজনের বাঘাইড়। ছবি: আনিস মাহমুদ

গতকাল বিকেল চারটার দিকে আনোয়ার হোসেন জানান, বিক্রির জন্য মাছটি তিনি ওজন করেছেন। পুরো মাছটির দাম এখনো নির্ধারণ করা হয়নি।

ইয়া বড় মাছ দেখতে ভিড় জমেছে মানুষের। ছবি: আনিস মাহমুদ
ইয়া বড় মাছ দেখতে ভিড় জমেছে মানুষের। ছবি: আনিস মাহমুদ

গতকাল বিকেলে লালবাজারে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। অনেকেই মাছের দাম ও ওজন জানতে চাইছেন। অনেকে আবার নিজেদের ব্যবহৃত মুঠোফোন নম্বর তালিকাভুক্ত করে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে দিচ্ছেন, যাতে পরে মাছ কিনতে পারেন। বিক্রি করতে সিলেট নগরে মাইকিং করা হয়।

অনেকেই মাছের ছবি তুলে রাখছেন। ছবি: আনিস মাহমুদ
অনেকেই মাছের ছবি তুলে রাখছেন। ছবি: আনিস মাহমুদ

মাছ দেখতে আসা ব্যবসায়ী রাসেল আহমদ গতকাল জানান, বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। স্থানীয় লোকজন এই মাছকে বাঘ মাছ বলেও ডাকেন। ১৪০ কেজি ওজনের বাঘ মাছ বাজারে আনা হয়েছে—এমন মাইকিং শুনে দেখতে এসেছেন। তিনি আরও জানান, দুই কেজি মাছ কিনতে নাম লিখিয়ে রেখেন।