সড়ক দুর্ঘটনার প্রতিবাদ

>

২৮ জানুয়ারি কেরানীগঞ্জের কসমোপলিটন স্কুলের সহোদর শিক্ষার্থী আফরিন ও আফসার ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে সহপাঠী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ। রাজেন্দ্রপুর বাজারসংলগ্ন এলাকায় প্রতিবাদ ও রাস্তা অবরোধ করে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা হাজী মো. সামছুর রহমান ডালিম আহত অবস্থায়ই মানববন্ধনে এসেছেন। ছবি: দীপু মালাকার
সন্তান হত্যার বিচারের দাবিতে বাবা হাজী মো. সামছুর রহমান ডালিম আহত অবস্থায়ই মানববন্ধনে এসেছেন। ছবি: দীপু মালাকার
মানববন্ধনে স্থবির হয়ে পড়ে ঢাকা-মাওয়া হাইওয়ে। ছবি: দীপু মালাকার
মানববন্ধনে স্থবির হয়ে পড়ে ঢাকা-মাওয়া হাইওয়ে। ছবি: দীপু মালাকার
স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
স্কুলের ছাত্ররা সড়ক অবরোধ করে। ছবি: দীপু মালাকার
স্কুলের ছাত্ররা সড়ক অবরোধ করে। ছবি: দীপু মালাকার
মাদ্রাসাছাত্রদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
মাদ্রাসাছাত্রদের মানববন্ধন। ছবি: দীপু মালাকার
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মুন্সিগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মুন্সিগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা–মাওয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে।
প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল শিক্ষার্থীদের হাতে।
কেরানীগঞ্জের কমপক্ষে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নিয়েছেন।
কেরানীগঞ্জের কমপক্ষে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নিয়েছেন।