মঠবাড়িয়ায় লোকালয় থেকে হরিণ উদ্ধার

স্থানীয়রা ধারণা করছেন হরিণটি শিকারিদের ফাঁদে ধরা পড়েছিল। দক্ষিণ বেতমোর গ্রাম, পিরোজপুর, ৩১ জানুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
স্থানীয়রা ধারণা করছেন হরিণটি শিকারিদের ফাঁদে ধরা পড়েছিল। দক্ষিণ বেতমোর গ্রাম, পিরোজপুর, ৩১ জানুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ বেতমোর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা মনে করছেন, শিকারিরা হরিণটি সুন্দরবন থেকে ধরে এনেছিল; কোনো কারণে তা ছাড়া পায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানিয়েছেন, সকালে ওই গ্রামের মমিন হাওলাদারের বাড়ির সামনে স্থানীয়রা হরিণটি দেখতে পেয়ে আটক করেন। পরে তাঁরা খবর দিলে সকাল নয়টার দিকে পুলিশ তা উদ্ধার করে।

শওকত আনোয়ার বলেন, উদ্ধার শেষে ওই হরিণ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশ। সুন্দরবনের হরিণ কীভাবে লোকালয়ে এসেছে, তা তদন্ত করে দেখা হবে।

স্থানীয়দের ভাষ্য, তাঁরা ধারণা করছেন কোনো শিকারি সুন্দরবন থেকে হরিণটি লোকালয়ে নিয়ে এসেছে। তাঁদের অভিযোগ, শীত মৌসুমে প্রায়ই সুন্দরবন থেকে হরিণ শিকার করে উপকূলীয় এলাকায় আনা হয়। এরপর শিকারিরা ওই হরিণের মাংস বিক্রি করে।

সুন্দরবনের বন বিভাগের বগী স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে মঠবাড়িয়া থানায় গেলে হরিণটি আমাদের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।’