বাউফলে অবৈধ ইটভাটা ধ্বংস

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অবৈধ দুটি ইটভাটা ধ্বংস করা হয়েছে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেসার্স এসএম ব্রিকস ও মেসার্স বন্ধু ব্রিকস নামের ভাটা দুটি ধ্বংস করেন।

এর আগে একই আদালত জরিমানা করে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে ভাটা দুটির কার্যক্রম চলছিল।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান প্রমুখ।

ইউএনও পিজুস চন্দ্র দে বলেন, ‘এর আগে ৩১ জানুয়ারি ওই ভাটা দুটিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরের দিন থেকেই ইটভাটা দুটি ফের চালু করা হয়। এ কারণে আজ (শুক্রবার) অভিযান পরিচালনা করে পুলিশ ও বাউফল ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ভাটা দুটি ধ্বংস করে দেওয়া হয়েছে।’