কটিয়াদীতে ভোট স্থগিত, এএসপি-ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার খুব কম। সকাল সাড়ে নয়টায় তোলা। ছবি: তাফসিলুল আজিজ
কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার খুব কম। সকাল সাড়ে নয়টায় তোলা। ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। অনিয়মের অভিযোগে এই উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ রোববার সকালে তাঁদের প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান।

কটিয়াদীর বাগাহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করে চলে গেছেন প্রিসাইডিং কর্মকর্তা শাহ আলম। বিদ্যালয়ের একটি কক্ষের সামনে তাঁর স্বাক্ষর করা নোটিশ। ছবি: তাফসিলুল আজিজ
কটিয়াদীর বাগাহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করে চলে গেছেন প্রিসাইডিং কর্মকর্তা শাহ আলম। বিদ্যালয়ের একটি কক্ষের সামনে তাঁর স্বাক্ষর করা নোটিশ। ছবি: তাফসিলুল আজিজ

এসপি মাশরুকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, কটিয়াদী উপজেলায় রাতের বেলায় ব্যালট বাক্স ভরার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তের জন্য জন্য তাঁদের প্রত্যাহার করা হয়েছে।

দেশের ১১৭টি উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ চলছে। কটিয়াদীতে সকাল থেকে ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কটিয়াদী উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৯। সকালে পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এসব কেন্দ্রে জোর করে রাতে ব্যালট বাক্স ভরানোর প্রমাণ পাওয়া গেছে। পরে এ রকম খবর আরও আসতে থাকে। সাড়ে নয়টার সময় সব কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

কটিয়াদীতে উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রার্থী পাঁচজন।

আরও পড়ুন: