জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফায়জুল করিম প্রথম আলোকে এই তথ্য জানান।

ফায়জুল করিম বলেন, শনিবারের স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

‘ফণী’র কারণে ৪ মের পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষাও পেছানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেছেন, ৪ মে সকালের এইচএসসি পরীক্ষা হবে ১৪ মে সকালে। বিকেলের পরীক্ষা ওই দিন বিকেলে হবে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করতে পারে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।

ভারতের ওডিশা রাজ্যে আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হানে ফণী।