সন্ধ্যার মাঝারি বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম

এক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হাঁটুপানি জমেছে। ছবি: মাসুদ মিলাদ
এক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হাঁটুপানি জমেছে। ছবি: মাসুদ মিলাদ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এর প্রভাবে আজ রোববার সন্ধ্যায় মাঝারি মাত্রার বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা ডুবে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে পারে। ভারী বর্ষণের পাশাপাশি পাহাড়ধসের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

আজ রোববার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরের প্রবর্তক মোড়, মুরাদপুর, কাপাসগোলা, হালিশহর, চান্দগাঁও, নন্দনকানন, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে। সাড়ে ছয়টার দিকে বৃষ্টির তীব্রতা কমার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় জলাবদ্ধতার কারণে প্রবর্তক মোড় ও মুরাদপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রোববার এবং সোমবার ভারী বর্ষণ হবে। পাহাড়ধসের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সব মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।