খালিদীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে এলআরজির সিইওকে জিজ্ঞাসাবাদ

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এল আর গ্লোবাল (এলআরজি) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও রিয়াজ ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাঁকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অনুসন্ধানের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। যদিও তৌফিক ইমরোজ খালিদী সেদিন এসব অভিযোগ অস্বীকার করেন।