কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় দগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সুমন (২২) মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের সার্জারি বিভাগের সমন্বয়ক পার্থ শংকর পাল।

এদিকে আজ সন্ধ্যায় কেরানীগঞ্জের বাসায় মারা গেছেন দগ্ধ শ্রমিক দুর্জয় সাহা (১৮)। তাঁর বাবা মিন্টু দাস ছেলের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মিন্টু দাস বলেন, ওই কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ তাঁর ছেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এক দিন হাসপাতালে রাখার পর তাঁকে বাসায় নেওয়া হয়। আজ সন্ধ্যায় তাঁর ছেলে মারা যান।

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে আজ সকালে তিনজনের মৃত্যু হয়। মারা যাওয়া তিনজন হলেন রাজ্জাক (৪৫), মোসতাকিন (২৩) ও আবু সাঈদ (২০)।

রাজ্জাকের বাড়ি কেরানীগঞ্জের চুনকুটিয়ায়। মোসতাকিনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। সাঈদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে মারা যান রাজ্জাক। সকাল সাড়ে নয়টার দিকে মারা যান মোসতাকিন। আর আবু সাঈদ মারা যান দুপুর পৌনে ১২টার দিকে।

গত বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকার প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আর ১৭ জন হাসপাতালে মারা গেছেন।

চিকিৎসকেরা বলছেন, দগ্ধ লোকজনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।