যত বেশি ভোটার আসবে, তত বেশি ভোট নৌকা পাবে: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খান উত্তরার জামিয়াতুল মাদ্রাসা কমিটিরও সভাপতি। এই কাউন্সিলরের সমর্থনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন খান মাদ্রাসার শিক্ষকসহ শতাধিক ছাত্র নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছেন। তাঁদের সবাইকে নৌকা ও ঝুড়ির সমর্থনে স্লোগান দিতে দেখা যায়।

আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে আ. লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম এই সমাবেশে যোগ দেন। তিনি বলেন, ‘যত বেশি লোক ভোট দিতে আসবেন তত বেশি ভোট নৌকায় পড়বে।’

বেলা ১১টার আগে থেকেই মাসকট প্লাজার সামনে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর্থিত নেতা-কর্মী, আওয়ামী লীগ নেতারা ছোট ছোট মিছিলে উপস্থিত হতে থাকেন। সেখানে ৪৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ঝুড়ি প্রতীকের মোতালেব মিয়ার সমর্থকদেরও উপস্থিত হতে দেখা যায়।

১ এবং ৪৭ নম্বরের কাউন্সিলরদের সমর্থক নেতা-কর্মীদের ভিড়ে বন্ধ হয়ে যায় মাসকট প্লাজার সামনের সড়কের যান চলাচল।

উত্তরায় প্রচার চালান আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। ছবি: নাসরিন আকতার
উত্তরায় প্রচার চালান আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। ছবি: নাসরিন আকতার

সমাবেশে আতিকুল ইসলাম বলেন,‘আর মাত্র দুদিন নির্বাচনী প্রচার চালাতে পারব। আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।’তিনি আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি ও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আতিকুল ইসলাম উত্তরাবাসীর উদ্দেশে বলেন, তরুণদের জন্য মাদক একটি বড় চ্যালেঞ্জ। মেয়র নির্বাচিত হলে উত্তরা এলাকায় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করবেন।

আতিকুল ইসলাম নেতা কর্মীদের সড়কে জনদুর্ভোগ না করতে বলেন। তিনি বলেন, ‘জনদুর্ভোগ করলে ভোট বাড়বে না, কমে যাবে।’

নির্বাচনী পথসভায় মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আমি চাই না আমার প্রচারে কোনো ছাত্র-শিক্ষার্থী আসুক। এটা মোটেও ঠিক না।’

সমাবেশে মাদ্রাসার ছাত্রদের নিয়ে আসেন এক কাউন্সিলর প্রার্থী। ছবি: নাসরিন আকতার
সমাবেশে মাদ্রাসার ছাত্রদের নিয়ে আসেন এক কাউন্সিলর প্রার্থী। ছবি: নাসরিন আকতার

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফছার উদ্দিন খান, জামিয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মতিউর রহমানসহ ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আতিকুল ইসলাম এই আসনের ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ডের বাউনিয়া, নলভোগ, কালিয়ারটেক, কামারপাড়া এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগ করছেন।