নেত্রকোনায় ৮ ব্যাংক কর্মকর্তাসহ ২০ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন ব্যাংক কর্মকর্তা। সব মিলিয়ে জেলায় মোট করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা ২৪১। আজ সোমাবার দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

নতুন শনাক্তদের মধ্যে আটজন কেন্দুয়ার, চারজন আটপাড়ার, দুজন সদরের, একজন বারহাট্টার, চারজন পূর্বধলার ও একজন খালিয়াজুরির। কেন্দুয়ার আটজনই ব্যাংক কর্মকর্তা। তাঁদের মধ্যে কৃষি ব্যাংক সাহিতপুর শাখার দুজন, অগ্রণী ব্যাংক কেন্দুয়া শাখার পাঁচজন ও সোনালী ব্যাংক কেন্দুয়া শাখার একজন আছেন।

নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রথম দুই কোভিড–১৯ রোগী শনাক্ত হয় গত ১০ এপ্রিল। মোট শনাক্ত ২৪১ জনের মধ্যে জেলা ও দায়রা জজ, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটজন চিকিৎসক, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্য আছেন।

জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, গত ২ এপ্রিল থেকে জেলায় ৩ হাজার ৬৫৩টি নমুনা পাঠানো হয়েছে। ২৪১ কোভিড–১৯ রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন দুজন।