শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা, সেলফি-আড্ডা-আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলছে কৃতী শিক্ষার্থীরা। মঙ্গলবার, ফ্যান্টাসি কিংডমে
ছবি: দীপু মালাকার

ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে দেলোয়ার হোসেন। খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য বেছে নিয়েছে পশুর রাজা সিংহকে। রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে সিংহের পিঠে বসে জিরিয়ে নিচ্ছে সে। দেলোয়ারের বিশ্রামের বিচিত্র এই ভঙ্গি দেখা গেল আজ মঙ্গলবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে, শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে

দেলোয়ার এসেছে মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জের খাগাইল উচ্চবিদ্যালয় থেকে সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। কথায় কথায় জানাল, উচ্চমাধ্যমিকে ভর্তির পছন্দের তালিকায় প্রথমেই ছিল সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেখানেই ভর্তির সুযোগ পেয়েছে সে। এ জন্য ভীষণ খুশি। আজ ফ্যান্টাসি কিংডমে সারা দিন আনন্দ করে কাটাবে। কাল বুধবার ভর্তি হবে কলেজে।

ফ্যান্টাসি কিংডমে আজ চলছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আয়োজন। এখানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। উৎসবে অংশ নিতে ঢাকার ৭ হাজার ৬৪৮, গাজীপুরের ১ হাজার ৮০২ ও মানিকগঞ্জের ৪৩৩ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে।

আরও পড়ুন
অনুষ্ঠানে এসে ছবি তুলে ফ্রেমবন্দী করছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার, ফ্যান্টাসি কিংডমে
ছবি: তানভীর আহাম্মেদ

সংবর্ধনা নিতে আসা কৃতী শিক্ষার্থীদের জন্য আজ সকাল নয়টায় ফ্যান্টাসি কিংডমের ফটক খুলে দেওয়া হয়। ফটকের সামনের প্রাঙ্গণের বুথ থেকে শিক্ষার্থীরা তাদের অনলাইন নিবন্ধনের ই-আমন্ত্রণপত্র এবং পরীক্ষার নিবন্ধনপত্র ও নম্বরপত্র দেখিয়ে ক্রেস্ট, সনদ, সকালে খাবার, দুপুরের খাবারের কুপন, বিনা মূল্যে প্রবেশ ও রাইডের কুপন সংগ্রহ করে। এ ছাড়া উপহার হিসেবে তারা পাবে প্রথম আলো ই-পেপারের তিন মাসের, চরকির এক মাসের সাবস্ক্রিপশন। আরও রয়েছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলোর ছয় মাসের ছাপা সংস্করণ এবং প্রথমা প্রকাশনের বইয়ে বিশেষ ছাড়।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের সংবর্ধনার উপলক্ষে আনন্দঘন এই আয়োজন। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো। পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেস, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। ঢাকার আয়োজনে চিকিৎসা সেবা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

প্রতিবছরের মতো এবার কৃতী শিক্ষার্থীদের দেশজুড়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন শুরু হয়েছে ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের ফয়’স লেক থেকে। এর ধারাবাহিকতায় ঢাকায় দুই দিনে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল থেকে, আজ শেষ দিন।

আজকের আয়োজনে শিক্ষার্থীরা এখন মেতে আছে বিভিন্ন রাইডে ওঠা, সেলফি তোলা, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি আর চুটিয়ে আড্ডা দিয়ে। অভিভাবকেরাও এসেছেন অনেকে। তেমনি একজন জিনাত নাহার। মেয়ে মহসিনা আক্তারকে নিয়ে এসেছেন। ওর বাবা কাজী আক্তার হোসেন ব্যবসায়ী। মহসিনা খিলগাঁও আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞানে পাস করেছে।

রাইডে আনন্দে মেতেছে কৃতী শিক্ষার্থীরা। মঙ্গলবার, ফ্যান্টাসি কিংডমে
ছবি: তানভীর আহাম্মেদ

মহসিনা এসেছিল প্রথম আলো ট্রাস্টের স্টলে। এখানে আছে একটি মজার খেলা। বিশেষ ধরনের একটি টেবিল টেনিস বলে ব্যাট চালিয়ে খেলার পাশাপাশি মাদকাসক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। দারুণ খেলছিল সে। জানাল, উচ্চমাধ্যমিকে ঢাকার সিটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার ইচ্ছা চিকিৎসক হওয়া। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারলে সে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করবে।

সময় যতই গড়াচ্ছিল, রাইডগুলো সামনে কৃতী শিক্ষার্থীদের সারি ততই লম্বা হচ্ছিল। ‘উড়ন্ত পাখি’ রাইডের সামনে ছিলেন গাজীপুরের তোফায়েল আহমেদ। তিনি এসেছেন দুই ছেলে-মেয়ে আর স্ত্রীকে নিয়ে। বড় মেয়ে তাসনিম তোহফা গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিলে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছা প্রকৌশলী হওয়া। প্রথম আলোর এই আয়োজন সম্পর্কে তোফায়েল আহমদ বললেন, শিক্ষার্থীদের নিয়ে উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান হয় না। সেখানে দেশজুড়ে নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন খুবই ব্যতিক্রমী। তারা ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত হবে।

আরও পড়ুন
সারাটা দিন হাসি-আনন্দে কাটবে কৃতী শিক্ষার্থীদের। মঙ্গলবার, ফ্যান্টাসি কিংডমে
ছবি: তানভীর আহাম্মেদ

শিক্ষার্থীদের এই আনন্দ চলবে আজ বিকেল পর্যন্ত। দুপুরের খাবারের পরে শুরু হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বক্তব্য দেবেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক এবং শিখোর প্রতিষ্ঠাতা সিইও শাহীর চৌধুরী।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার রহমান এবং গানের দল জলের গান।

আরও পড়ুন