সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ জুন, সোমবার। গতকাল রোববার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সোনা চোরাচালান দ্বন্দ্বে সংসদ সদস্য আনোয়ারুল খুন

চার দশক আগে ঝিনাইদহ সীমান্ত এলাকায় চোরাচালানে যুক্ত হন তিনি। পরে আসেন রাজনীতিতে। পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য পর্যন্ত হন। কিন্তু চোরাচালানের সেই চক্র থেকে বের হতে পারেননি। সেই বিরোধেই ভারতের কলকাতায় খুন হন আনোয়ারুল আজীম (আনার)। বিস্তারিত পড়ুন...

সহকর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবলের স্ত্রী যা বললেন

গুলি
প্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল কাওসার আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। কাওসার উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর ছেলে। অবসরপ্রাপ্ত শিক্ষক হায়াত আলী ছেলের ঘটনার বিষয়ে রোববার বেলা তিনটা পর্যন্ত কিছুই জানেন না। বিস্তারিত পড়ুন...

৩৬ বছরের গৃহসঙ্গীর বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনায় আনোয়ারা বেগম (ফুল হাতে মাঝে) ও পরিবারের সদস্যরা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সেদিন ছিল ‘মা দিবস’। তবে এই মা দিবসে রাজধানীর গ্রিন রোডের একটি বাসায় ছিল একটু অন্য রকম এক আয়োজন। সেদিন ৩৬ বছরের গৃহসঙ্গী (বাসার কাজে সহায়তাকারী) আনোয়ারা বেগমকে ফুল, উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দিল এক পরিবার। বিস্তারিত পড়ুন...

গভর্নরকে নিয়ে বে-নজির কাণ্ড

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার
ছবি: প্রথম আলো

বাজেট পেশের পরদিন বে-নজির এক কাণ্ড ঘটে গেল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে নিয়ে। জাতীয় সংসদে বাজেট উত্থাপন করে পরদিন অর্থমন্ত্রী প্রথা মেনে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাজেট নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে। আগে একসময় অর্থমন্ত্রীরা তাঁর মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বাজেট-উত্তর এই বার্ষিক অনুষ্ঠানে হাজির হতেন। তবে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া মন্ত্রিসভার সহকর্মীসহ বেশ কিছু আমলাকে নিয়ে তাঁর বাজেট প্রস্তাব সমর্থন আর ব্যাখ্যা করার প্রথা চালু করেন। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনে যাঁদের নিয়ে হাজির হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। বিস্তারিত পড়ুন...

মিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে বললেন পরীমনি

বছর দুয়েক আগে মুক্তি পায় মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’। ছবি দুটিতে মিমের বিপরীতে নায়ক ছিলেন শরীফুল রাজ। মুক্তির পর মিমের সঙ্গে শরীফুল রাজকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এরপর দুই নায়িকার বাহাস চলতে থাকে। সেই বাহাসের অবসান হয় গত শুক্রবার রাতে। প্রথম আলোকে দেওয়া মিমের সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল। মিম জানিয়েছেন, তাঁকে জড়িয়ে ধরে পরীমনি তাঁকে বলেছেন, ‘আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন