২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে বললেন পরীমনি

পরীমনি ও মিমকোলাজ

বছর দুয়েক আগে মুক্তি পায় মিম অভিনীত পরাণ ও দামাল। ছবি দুটিতে মিমের বিপরীতে নায়ক ছিলেন শরীফুল রাজ। মুক্তির পর মিমের সঙ্গে শরীফুল রাজকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এরপর দুই নায়িকার বাহাস চলতে থাকে। সেই বাহাসের অবসান হয় গত শুক্রবার রাতে। প্রথম আলোকে দেওয়া মিমের সাক্ষাৎকারে তেমনটাই জানা গেল। মিম জানিয়েছেন তাঁকে জড়িয়ে ধরে পরীমনি তাঁকে বলেছেন, ‘আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’
মিমের বরাতে এমনটা জানা গেলেও এ বিষয়ে পরীমনির কোনো বক্তব্য গতকাল শনিবার পাওয়া যায়নি।

আরও পড়ুন
মিম জানান, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি
ফেসবুক থেকে

এদিন মিম এ–ও বলেছিলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, “এই তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রাইখো না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাস না?” এ ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন।’
মিম জানান, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি। মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

আরও পড়ুন

আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে কথা হয় পরীমনির সঙ্গে। তিনি বললেন, ‘আমি সরি, ওসব কথা মনে রাইখো না—এমন কথা কখন হলো, আমার খুব জানার ইচ্ছা। কে শুনেছে? কারও কাছে এটার কোনো ভিডিও আছে? কেউ কি বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে। এ তো দেখি আবার স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনা।’

আরও পড়ুন
পরীমনি–মিম
কোলাজ

কথায় কথায় পরীমনি বললেন, ‘এটা ঠিক, আমার সঙ্গে মিমের জড়াজড়ি করার মতো ঘটনা ঘটেছে। একাধিকবার ঘটেছে। অনেকবার আমি ওকে জড়িয়ে ধরেছি। সে–ও একই কাজ করেছে। একজন শিল্পী, আমাদের দেখা হয়েছে, কথা বলব না! এই সৌজন্যতা তো সবার সামনে আমরা দেখাতেই পারি, নাকি!’

আরও পড়ুন