শুভ সকাল। আজ ২০ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে বিমর্ষ হয়ে পড়েন হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম। দুজন তখন আদালতকক্ষে পাশাপাশি বসে ছিলেন। তানভীর ছিলেন হুইলচেয়ারে বসা। আর জেসমিন বসা ছিলেন অন্য একটি বেঞ্চে। দুজন তখন মাথা নিচু করে থাকেন। বিস্তারিত পড়ুন...
ঢাকার গুলশান-২ নম্বরে অবস্থিত যে বাড়ি সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী দখলে রেখেছেন বলে অভিযোগ, সেটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’ বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। এই সম্পত্তি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে তাঁকে নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত পড়ুন...
নির্বাচনের আগে নতুন দল গঠনের প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে তাঁর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তিনি সাকিবকে নতুন দলে যোগদানের বিষয়ে উৎসাহ দেননি। বিস্তারিত পড়ুন...
‘স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থী লেকের ভেতর প্রবেশ নিষেধ’—ঠিক এমন একটি ফরমান ঝুলছে ধানমন্ডি লেকের ল্যাম্পপোস্টে। চলতি পথে চোখে পড়ায় মনে হলো ভুল কিছু দেখছি কি না। না, খুবই স্পষ্ট করে, লাল কালির অক্ষরে জারি করা হয়েছে নির্দেশনাটি। বিস্তারিত পড়ুন...
শুটিংয়ে হঠাৎ করেই নদীতে দৌড়াদৌড়ি করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা মামনুন ইমন। লোহায় লেগে গোড়ালি ও নিচে অনেকটা অংশ জখম হয়েছে। তারপরও প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত অবস্থায় শুটিং করতে হচ্ছে ইমনকে। এর কারণ শুটিংয়ের ব্যয়, প্রতিদিন ২৫ লাখ টাকা (ইমনের ভাষ্য)! তিনি শুটিং না করলে ব্যাহত হবে অন্যদের শুটিংয়ের কাজ। বিস্তারিত পড়ুন...