ভালুকটি বারবার বেড়া ধরে দাঁড়াচ্ছিল, আবার সরে যাচ্ছিল

জাতীয় চিড়িয়াখানায় ভালুকের খাঁচার সামনে দর্শনার্থীরা। মিরপুর, ঢাকা, ৮ জুন ২০২৫ছবি: প্রদীপ সরকার

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। বাঘ, সিংহ, বানর, ভালুকসহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে আনন্দময় সময় পার করছেন দর্শনার্থীরা।

গতকাল ঈদের দিনে বৃষ্টির কারণে চিড়িয়াখানায় দর্শনার্থী বেশ কম ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল, আজ দর্শনার্থী বাড়বে।

আজ বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরেজমিন দেখা যায়, দর্শনার্থীর চাপ কিছুটা কম। তবে তা গতকালের চেয়ে বেশি। দর্শনার্থীদের বড় অংশই পরিবার, বিশেষ করে শিশুদের নিয়ে এসেছে। এ ছাড়া তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের দর্শনার্থী রয়েছে।

চিড়িয়াখানায় একটি খাঁচায় তিনটি এশিয়ান কালো ভালুক। এর মধ্যে দুটি বেশ চঞ্চল। দর্শনার্থীদের দেখে বারবার বেড়া ধরে দাঁড়িয়ে যাচ্ছিল। আবার লাফ দেওয়ার ভঙ্গি করে সরে যাচ্ছিল।

এমন দৃশ্য উপভোগ করছিলেন রিপন হাওলাদার ও তাঁর শিশুসন্তান মো. আলী হাওলাদার। তাঁদের বাড়ি রাজবাড়ী। ঈদ উপলক্ষে ঢাকায় এসেছেন। আজ তাঁরা চিড়িয়াখানায় এসেছেন। রিপন প্রথম আলোকে বলেন, ভালুকের খেলা দেখে বেশ মজা পেয়েছে তাঁর সন্তান আলী।

সিংহের খাঁচার সামনে উৎসুক এক শিশু। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ৮ জুন ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘ, হরিণ, সিংহ, ভালুক, জিরাফ, হায়েনা, জলহস্তী, কালেম পাখি, পেলিকান, পানকৌড়ি, কানিবক, সাপসহ বিভিন্ন প্রজাতির ৩ হাজার ৩৩২টি পশুপাখি রয়েছে জাতীয় চিড়িয়াখানায়।

আজ ভ্যাপসা গরম রয়েছে। চাপ তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তি ছিল দর্শনার্থীদের মধ্যে। প্রতিটি খাঁচার সামনে দর্শনার্থী রয়েছে। বাবা মো. আবদুল আহাদের কোলে বসে সিংহ দেখছিল সাড়ে চার বছর বয়সী মারিয়া বিনতে আহাদ। হাস্যোজ্জ্বল মারিয়া বলে, ওর সিংহ দেখতে ভালো লাগছে। চিড়িয়াখানায় এসেও অনেক ভালো লেগেছে।

জিরাফকে গাছের পাতা খাওয়াচ্ছেন চিড়িয়াখানার এক কর্মচারী। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ৮ জুন ২০২৫
ছবি: শুভ্র কান্তি দাশ

মেয়ের এমন খুশি যেন বাবাকেও ছুঁয়ে গেছে। আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি রংপুর। তবে ঈদ করতে হয়েছে কর্মস্থল সাভারে। গতকাল শনিবার ঈদের দিন বাসাতেই ছিলেন। আজ স্ত্রী, কন্যা, দুলাভাই, শ্যালিকা, ভাগনে-ভাগনিসহ মোট আটজন চিড়িয়াখানায় এসেছেন। তাঁরা কেউ এর আগে জাতীয় চিড়িয়াখানায় আসেননি। আজ বেলা ১১টার দিকে এখানে আসেন। বেলা সাড়ে তিনটা যখন বাজে তখনো তাঁরা ঘুরে ঘুরে দেখছিলেন। তিনি বলেন, চিড়িয়াখানায় এসে সবাই, বিশেষ করে শিশুরা বেশ খুশি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, ঈদুল ফিতরের তুলনায় সাধারণত ঈদুল আজহার ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থী কম হয়। তারপরও আজ বেশ জনসমাগম হয়েছে।

আরও পড়ুন