সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বঙ্গভবনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা, বাধা

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাঁরা প্রতিবন্ধক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে
ছবি: দীপু মালাকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন দুই শতাধিক মানুষ। একপর্যায়ে তাঁরা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশের সদস্যরা তাঁদের বাধা দেন।
বিস্তারিত পড়ুন...

সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি
ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন...

কড়া পাহারায় আদালতে নেওয়া হয় ব্যারিস্টার সুমনকে, ৫ দিনের রিমান্ড

সিএমএম আদালতে আজ মঙ্গলবার সকালে নেওয়া হয় ব্যারিস্টার সুমনকে। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন
ছবি: প্রথম আলো

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে।
বিস্তারিত পড়ুন...

প্রাথমিকে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি, আছে শর্ত

শিক্ষকতা
প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সহকারী প্রধান শিক্ষক নামে একটি পদ সৃষ্টি করা হয়েছে। ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে।
বিস্তারিত পড়ুন...

আত্মহত্যা করছেন গাজাফেরত অনেক ইসরায়েলি সেনা, ‘আমি কী দেখে এসেছি, কেউ বুঝবে না’

ইসরায়েলের একজন সেনাসদস্য
ফাইল ছবি: রয়টার্স

চার সন্তানের বাবা এলিরান মিজরাহি। ইসরায়েলের একজন সেনাসদস্য ছিলেন। গত বছর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় লড়াই করতে পাঠানো হয়েছিল তাঁকে। যুদ্ধ এখনো চলছে। এরই মধ্যে গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয় আহত এলিরানকে। তবে তত দিনে একজন ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন তিনি।
বিস্তারিত পড়ুন...