চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট বন্ধ, যাত্রীরা ঢাকা হয়ে বিদেশ যেতে পারবেন

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ যেতে পারবেন।

আজ শনিবার ও কাল রোববারের যাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে এই প্রক্রিয়ায় বিদেশ যেতে চাইলে ঢাকা থেকে বিমানের নির্ধারিত ফ্লাইটের অন্তত পাঁচ ঘণ্টা আগে জানাতে হবে। পাশাপাশি তাঁদের চট্টগ্রাম ও কক্সবাজার বিমান কার্যালয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের বিমানবন্দরের অভ্যন্তরীণ গন্তব্যের যাত্রীদের দ্রুত নিকটস্থ বিমান কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় “মোখা” চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করবে। এ কারণে সম্মানিত যাত্রীদের নিরাপত্তার দিক বিবেচনা করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশক্রমে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৩ মে ভোর ৬টা থেকে ১৪ মে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।'

আরও পড়ুন

বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়েছে।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরাবে। দেশের তিন বিভাগ—চট্টগ্রাম, সিলেট ও বরিশালে এ বৃষ্টি হবে। বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে।

আরও পড়ুন