আগামী কয়েক দিনে তীব্র শীতের তেমন সম্ভাবনা নেই
ডিসেম্বরের এই শেষ সময়ে শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছিল। প্রতিদিনই তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে, এমন পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু শৈত্যপ্রবাহ দূরে থাক, দিনে হালকা উষ্ণতা পাচ্ছে দেশের শহর এলাকার মানুষ। উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শীত থাকলেও তা তেমন তীব্র নয়।
এখন আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিনে তীব্র শীত নামার তেমন সম্ভাবনা নেই। বুধবার উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানীতেও। আর শীত জাঁকিয়ে নামতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।
এদিকে তিন দিন ধরে দেশের উত্তরাঞ্চল ছাড়া আর কোথাও তেমন শীত নেই বলা চলে। শীত না থাকলেও দেশের বেশির ভাগ এলাকায় সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকছে। অনেক এলাকার আকাশজুড়ে মেঘের আনাগোনাও রয়ে গেছে।
আবহাওয়াবিদেরা বলছেন, দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীতের এই অনুভূতি আরও দুই দিন দিন চলবে। তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত নামতে জানুয়ারির প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘের এই আনাগোনার কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। তবে নদীতীরবর্তী এলাকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ভূমধ্যসাগর থেকে আসা একটি পশ্চিমা মেঘমালা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। আবার উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসও দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। যে কারণে বুধবার থেকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। দুই-এক দিন এই মেঘ-বৃষ্টির মধ্যে থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।