স্কুলছাত্র মাহিনের মৃত্যু: ৩ কর্মীকে চাকরিচ্যুত করল ঢাকা দক্ষিণ সিটি

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীতে স্কুলছাত্র মাহিনের মৃত্যুর ঘটনায় ওই গাড়ির চালকসহ তিনজনকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে ঘটনার সময় তাঁরা কেউ গাড়িতে ছিলেন না। গাড়িটি অপর একজন চালাচ্ছিলেন।

গতকাল সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। দায়িত্বে অবহেলার দায়ে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে বলে আদেশে বলা হয়।

আরও পড়ুন

সিটি করপোরেশনের ওই আদেশে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তাঁর নাম মো. রুবেল এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রো শ ১১-৪২৮১ ফুসো গাড়িটি চালক মো. কামাল নিজে না চালিয়ে অন্য ব্যক্তিকে দায়িত্ব দেন। ফলে ওই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে। ওই সময় ময়লার গাড়িতে থাকার কথা থাকলেও পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আবদুল কাদের জিলানীর বাবুর অনুপস্থিত ছিলেন, তাই তাঁদের চাকরিচ্যুত করা হলো।

ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, চাকরিচ্যুত তিনজন হলেন ট্রাকের চালক মো. কামাল এবং পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আবদুল কাদের। চালকসহ তিনজনের কেউই দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না। চালক অন্য একজনকে গাড়ি চালানোর দায়িত্ব দিয়েছিলেন।

মাহিন আহমেদ
মাহিন আহমেদ

আবু নাছের সাংবাদিকদের বলেন, গাড়িচালক ও সহকারী হিসেবে যাঁদের গাড়িতে থাকার কথা ছিল, তাঁরা সেদিন দায়িত্ব পালন করেননি। তাঁদের অবহেলা ও গাফিলতির কারণে সেদিন দুর্ঘটনা হয়েছে। তাই গাড়িচালকসহ মোট তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

২৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে মুগদার মদিনা বাগ এলাকায় বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ। ১৩ বছর বয়সী মাহিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। সে মুগদায় মামা–ভাগ্নে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। গার্মেন্টস অ্যাকসেসরিজ ব্যবসায়ী মো. মাসুম আহমেদের তিন সন্তানের মধ্যে মাহিন দ্বিতীয়।

আরও পড়ুন