সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার মামলায় গ্রেপ্তার এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ওই আইনজীবীর নাম সালাউদ্দিন রিগ্যান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, এ মামলায় পুলিশ আইনজীবী সালাউদ্দিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বুধবার সমিতির নির্বাচনে ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন জ্যেষ্ঠ আইনজীবী ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান।
মামলায় বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুসসহ ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়। একই দিন আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুসসহ ১৪ জনের নামে মামলা করেন।
এ ছাড়া বৃহস্পতিবার নির্বাচনে পুলিশের ওপর হামলা ও ভোটকেন্দ্রে ভাঙচুর চালানোর অভিযোগে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস, মনজুরুল আলমসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়।