ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে ছাত্রী নিপীড়নের বিচার চায় ছাত্র ইউনিয়ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রীকে নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে সমাবেশ করে ছাত্র ইউনিয়ন।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে নির্যাতনের বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের কর্তৃত্বপরায়ণতা ও ন্যক্কারজনক ক্ষমতার চর্চা এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন সংগঠনটির নেতারা।

ইবিতে ছাত্রলীগ নেত্রীর ছাত্রীকে নিপীড়নের প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। সংগঠনের একাংশের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকারের সভাপতিত্বে ও সহসভাপতি মাঈন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মেঘমল্লার বসু।

সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন ছাত্রলীগের এক নেত্রী। তাঁরা এই ন্যক্কারজনক ঘটনার বিচার চান। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রলীগের কর্তৃত্বপরায়ণতা ও ন্যক্কারজনক ক্ষমতার চর্চা এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী। গণরুম-গেস্টরুম, সন্ত্রাস, র‍্যাগিং কিংবা মতপ্রকাশবিরোধী ভাস্কর্যের গুম সবই স্বৈরাচারী ক্ষমতাকাঠামোকে টিকিয়ে রাখার অস্ত্র।

আরও পড়ুন

সারা দেশের শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের নিপীড়ন-নির্যাতন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারদলীয় সংগঠনগুলোর স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বানও জানান ছাত্র ইউনিয়নের নেতারা।

আরও পড়ুন