চাকরি ফেরতের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষানবিশ এসআইদের অবস্থান
চাকরি পুনর্বহালের দাবিতে আজ সোমবার আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। আজ সকাল সাড়ে ১০টা থেকে তাঁরা সচিবালয়ের সামনের সড়কের এক পাশে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা জানিয়েছেন, ৫ ও ৬ জানুয়ারি তাঁরা একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেছিলেন। ওই সময় দাবি মেনে নেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। দাবি মেনে না নেওয়ায় আজ তাঁরা আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সমস্যার সমাধান করে চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সচিবালয়ে আজ জানতে এসেছি, আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেল পর্যন্ত আমরা সচিবালয়ের সামনে অবস্থান করব। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, বিকেল চারটার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
সম্প্রতি সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করেন তাঁরা।